orca1১৪-১৭ এপ্রিল ২০১৭ তে অষ্ট্রেলিয়ার রাজধানী শহর ক্যানবেরার লুমিয়া লজে অনুষ্ঠিত হয়ে গেল অরকা'র আন্তর্জাতিক পূণর্মিলনী, যার আয়োজক ছিল "অরকা অষ্ট্রেলিয়া" । অরকা অষ্ট্রেলিয় রাজশাহী ক্যাডেট কলেজের প্রাক্তন ক্যাডেটদের সমন্বয়ে গঠিত অষ্ট্রেলিয়ায় রেজিষ্ট্রিকৃত একটি স্বেচ্ছাসেবামূলক প্রতিষ্ঠান (ORCA - Old Rajshahi Cadets' Association)। অরকা'র মূল সংগঠনটি বাংলাদেশে হলেও এর চ্যাপ্টার রয়েছে আমেরিকা ও ইউরোপে এবং এখন অষ্ট্রেলিয়াতেও।

সামাজিক দ্বায়িত্ববোধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে রাজশাহী ক্যাডেট কলেজের প্রাক্তন ক্যাডেটরা সত্তরের দশকেই গঠন করে অরকা, যার মূল লক্ষ্য হচ্ছে পারষ্পরিক সহযোগীতার মাধ্যমে সামষ্টিক উন্নতির পাশাপাশি সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর কল্যানে আত্মনিয়োগ করা। সেই লক্ষ্যেই সৃষ্টির লগ্ন থেকে অরকা পরিচালনা করে আসছে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচী, যার মাধ্যমে এযাবৎ দশ হাজার ব্যাগেরও বেশী রক্ত সংগৃহীত হয়েছে। এছাড়া, অরকা'র পরিচালনায় আছে তিনটি "অরকা পল্লী" যেখানে একশ'রও বেশী বসতভিটাহীন পরিবার পেয়েছে স্থায়ী ঠিকানা, এবং দু'টি "অরকা হোমস্", যেখানে একশ'রও বেশী অনাথ এবং এতিম শিশু (বালক ও বালিকা) পাচ্ছে আশ্রয় ও শিক্ষা। অরকা পল্লীসমূহ আছে রাজশাহীর মোক্তারপুরে, রংপুরের উলিপুরে এবং খুলনার । অরকা'র পরিচালনায় আরও রয়েছে বাংলাদেশের বিভিন্ন জেলায় এগারটি ডায়ালিসিস কেন্দ্র, যেখানে মুনাফাবিহীন ভিত্তিতে খরচ উত্তোলন (cost recovery) পদ্ধতিতে কিডনী রোগে আক্রান্ত রোগীদের ডায়ালিসিস সেবা প্রদান করা হচ্ছে। এছাড়াও যে কোন প্রাকৃতিক দূর্যোগে, তা বন্যাই হোক বা সাইক্লোনই হোক, অরকা এগিয়ে আসে তাদের ত্রাণ তৎপরতা নিয়ে। মূল কথা, স্বেচ্ছাসেবা ভিত্তিতে অরকার সদস্যরা তাদের সাধ্যমত আর্ত মানবতার সেবায় নিজেদের নিয়োজিত রাখছে।

orca2ক্যানবেরাতে সদ্য অনুষ্ঠিত পূণর্মিলনীর মূল লক্ষ্য ছিল সদ্য সংগঠিত অরকা অষ্ট্রেলিয়া চ্যাপ্টারের সদস্যদেরকে একত্রিত করে তাদেরকে অরকা'র মূল মন্ত্রে আবারও উদ্বুদ্ধ  করে সেবামূলক কাজে নব উদ্যমে এগিয়ে যাওয়া। ইষ্টার ছুটির চার দিনের অবসর ছিল মোক্ষম সময় এবং সেটাই কাজে লাগিয়েছে উদ্যাক্তারা।

১৪ই এপ্রিল একত্রিত হয়েছে আমেরিকা, সিঙ্গাপুর ও বাংলাদেশ সহ সমগ্র অষ্ট্রেলিয়া থেকে আগত অরকা'র সদস্যও তাদের পরিবারবর্গরা। ১৫ই এপ্রিলের কর্মকান্ড মূলত: ছিল সাংগঠনিক ও আভ্যন্তরীন কর্মকান্ড এবং নিজেদের পরিচালিত সংস্কৃতিক অনুষ্ঠান সমূহ।  ১৬ই এপ্রিলে ক্যানবেরার দর্শনীয় স্থানসমূহ পরিদর্শন সহ রাতে ছিল সোলস-এর মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান, যেখানে অন্যান্য ক্যাডেট কলেজের প্রাক্তন ক্যাডেট ছাড়াও অনেক গণ্যমান্য আমন্ত্রিত অতিথিবর্গ ছিলেন। ১৭ই এপ্রিল নব উৎসাহ ও ঊদ্দীপনা সহ সামাজিক উন্নয়নের লক্ষ্য নিয়ে সবাই ফিরে গেছে নিজেদের গন্তব্যে।

মাতৃভূমি থেকে হাজার হাজার মাইল দূরে অষ্ট্রেলিয়াতে এমন একটি আন্তর্জাতিক পূণর্মিলনীর আয়োজন করা ছিল অরকা অষ্ট্রেলিয়া চ্যাপ্টারের জন্য একটি দু:সাধ্য অথচ প্রশংসনীয় পদক্ষেপ, যদিও সবার সার্বিক সহযোগীতায় তা সম্পন্ন হয়েছে সুষ্ঠুভাবে এবং জাঁকজমক সহকারে। অনুষ্ঠান শেষ হয়েছে বটে তবে ভবিষ্যতে অরকা'র মূল লক্ষ্য বাস্তবায়নে সবাই কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করবেন এবং বিদেশে থেকেও বাংলাদেশের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর কল্যাণে নিয়োজিত থাকবেন এমনটাই আশা করছে সবাই।

The speech delivered by ORCA Australia President Dr Masudul Haque and General Secretary Firoz Haque (Ron), demonstrated the future exceptional activities will be done by this organisation in Australia. As a newly established organisation, ORCA Australia created an example by arranging 3 day consecutive high quality program.

সাম্প্রতিক