বিত্র মাহে রমজান উপলক্ষে সিডনি প্রেস এন্ড মিডিয়া কাউন্সিলের পক্ষ থেকে সভাপতি ড. এনামুল হক ও সাধারণ সম্পাদক মোহাম্মেদ আবদুল মতিন অস্ট্রেলিয়া প্রবাসী সকল বাংলাদেশী সহ মুসলিম উম্মাহ ও বিশ্বের সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন।

altসাংবাদিক নেতারা এক শুভেচ্ছা বার্তায় বলেন, নতুন চাঁদের মিষ্টি আলোয় পবিত্র রমজান সমাগত। এই মাস মুসলমানদের জন্য একটি প্রশিক্ষণ মাস ও আত্ন শুদ্ধির মাস এবং সিয়াম সাধনার মাধ্যমে মহান স্রষ্টার সন্তুষ্টি অর্জনের মাস। শুধুমাত্র পানাহার থেকে বিরত থাকা নয় জাগতিক মোহ, কাম, ক্রোধ, লোভ-লালসা দমন করে অন্যায় ও পাপ কাজ থেকে বিরত থাকার সাধনা চলবে পুরো রমজান মাস জুড়ে।

chad uআমাদের প্রত্যাশা রহমত, বরকত ও মাগফিরাতের মহান এই মাসকে কাজে লাগিয়ে সবাই নিজেদের আত্মিক উন্নয়নের সাথে সাথে সহনশীলতা, ধৈর্যশীলতা ও ক্ষমাশীলতার মত মহৎ গুন্গুলোকে আরো ভালোভাবে অর্জনের চেষ্টা চালিয়ে যাবো এবং বিশ্বের হাজারো অসহায় ও নিরাধার মানুষের প্রতি সমব্যাথী হয়ে সাহায্যের হাত আরও বাড়িয়ে দেবো । আমরা দুহাত তুলে দোয়া করবো ও দুহাত ভরে সাহায্য নিয়ে এগিয়ে যাবো হাজারো গৃহহারা মানুষের জন্য যাদের আজ সেহরি বা ইফতার করবারও tসামর্থ নেই।

আমরা এক বিশ্ব, এক মানব সভ্যতা। ভিন্নতা এই সমাজের এক সৌন্দর্য। এই ভিন্নতাকে যারা বিভক্তির দিকে নিয়ে যায় তাদেরকে বর্জন করে সৌহার্দ এবং ভাতৃত্বকে উচ্চে তুলে ধরে সিয়ামের শিক্ষাকে ধারণ করবে সবাই সেটাই আমাদের প্রত্যাশা।

মাহে রমজান আমাদের জন্য বয়ে আনুক শান্তি সুখের বার্তা, সবার জীবন হয়ে উঠুক মঙ্গলময় মহান আলাহ রাব্বুল আল-আমীনের কাছে এই আমাদের প্রার্থনা। -(সমবাদ বিজ্ঞপ্তি) 

সাম্প্রতিক