বিদেশবাংলা রিপোর্ট: "অস্ট্রেলিয়ান সাউথ এশিয়া ফোরাম ইনক্ (আসাফ)" এর উদ্যোগে সিডনিতে এই প্রথমবারের মতো অনুষ্ঠিত হচ্ছে 'সাউথ এশিয়ান ফিল্ম, আর্টস অ্যান্ড লিটারেচার ফেস্টিভ্যাল'।
আগামী ২০ এবং ২১শে মে (শনি ও রবিবার) ম্যাক্যায়ারি ইউনিভার্সিটির নর্থ রাইড ক্যাম্পাসে দু'দিনব্যাপী অনুষ্ঠিতব্য ‘সাউথ এশিয়ান ফিল্ম, আর্টস অ্যান্ড লিটারেচার ফেস্টিভ্যাল’ (সাফাল)-এ থাকছে ট্যালেন্ট হান্ট, শর্ট ফিল্ম প্রতিযোগিতা, চলচিত্র প্রদর্শনী, কমিউনিটি এওয়ার্ড, আউটডোর ব্যান্ড মিউজিক এবং বিভিন্ন দেশি খাবারের নানাবিধ স্টল।
এই ফেস্টিভ্যালে অংশগ্রহণ করছে-অস্ট্রেলিয়া, বাংলাদেশ, ভারত, নেপাল, ভুটান, মালদ্বীপ, শ্রীলংকা, আফগানিস্তান ও পাকিস্তান। সাউথ এশিয়ান অন্যান্য দেশগুলোর সাথে বিশেষ ভূমিকায় অংশগ্রহণ করছে বাংলাদেশ। অস্ট্রেলিয়ায় বসবাসকারী সকল বাংলাদেশিদেরকে সাফাল ফেস্টিভালে আমন্ত্রণ জানিয়েন অস্ট্রেলিয়ান সাউথ এশিয়া ফোরাম ইনক্ (আসাফ) কর্তৃপক্ষ।
www.safalfest.org থেকে টিকেট সংগ্রহ করা যাবে।
< Prev | Next > |
---|