সংবাদ বিজ্ঞপ্তি :
গত ১১ জুন ২০১৭ রবিবার বিকেলে ইসলামিক প্রাকটিস এন্ড দাওয়াহ সার্কেল ক্যান্টারবুরী জোনের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠানের আয়োজন করা হয়। সিডনীর লাকেমবা এলাকায় পাঞ্চবোল রোডে অবস্থিত পেরী পার্কের ন্যাশনাল স্পোর্টস ক্লাব হলে আয়োজিত এ অনুষ্ঠানে বিভিন্ন দেশীয় প্রায় ৪৫০ জন ধর্মপ্রান মুসলমান উপস্থিতির মাঝে স্বপরিবারে অংশ নেয়া প্রবাসী বাংলাদেশীরাই ছিলেন মুখ্য। ইঞ্জিনিয়ার মুহাম্মদ আলতাফ হোসাইনের তত্ত্বাবধানে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইপিডিসি’র এনএসডব্লিউ প্রেসিডেন্ট জনাব আবদুল গণি চৌধুরী।

ipdc frntদুপুর আড়াইটায় কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের সুচনা হয়। শুরুতেই লিটল মুসলিম অর্গানাইজেশনের শিশু প্রতিযোগীদের মাঝে রমজান মাস উপলক্ষে আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়। আইপিডিসির উদ্যোগে জনাব মিজান উদ্দিন এর পরিচালনায় কেজি থেকে ইয়ার সিক্স পর্যন্ত অধ্যয়নরত শিশুদের জন্য কোরআন তেলাওয়াত, আযান, ইসলামী বক্তৃতা, ইসলামী পোষ্টার অংকন ইত্যাদি সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিলো। এ সকল প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন জনাব আবদুল গণি চৌধুরী। পুরস্কার বিতরণের পর উপস্থিত সুধীমন্ডলীর সামনে ইয়ং মুসলিম ব্রাদারস এর কিশোর সদস্য যাকারিয়া চৌধুরী, আবদুল্লাহ তাসনীম এবং মুয়াজ ইসলাম  রমজান মাস উপলক্ষে ইসলামী আলোচনা উপস্থাপন করে। প্রবাসী বাংলাদেশী পরিবারের কচিকাঁচা শিশু-কিশোরদের প্রাণবন্ত এবং মেধাবী উপস্থাপনা সবাইকে মুগ্ধ করে।  এ আলোচনায় অংশগ্রহণকারীদের মাঝেও এপ্রিসিয়েশন এওয়ার্ড বিতরণ করা হয়।

অনুষ্ঠানের দ্বিতীয় পর্যায় আরম্ভ হয় ইঞ্জিনিয়ার নুর উদ্দিনের কোরআন তেলাওয়াতের মাধ্যমে। ইঞ্জিনিয়ার মুহাম্মদ আলতাফ হোসাইনের পরিচালনায় এ পর্বের শুরুতে উপস্থিত সুধীবৃন্দকে স্বাগত জানিয়ে উদ্বোধনী বক্তব্য রাখেন ক্যান্টারবুরী জোনের সভাপতি জনাব শহীদুল ইসলাম। এরপর পবিত্র রমজান মাসের গুরুত্ব এবং আমাদের করণীয় সম্পর্কে আলোচনা উপস্থাপন করেন বিশিষ্ট আলেমে দ্বীন, সেন্ট মেরিস মসজিদের ঈমাম মাওলানা আবু হোরায়রা। ইসলামিক প্রাকটিস এন্ড দাওয়াহ সার্কেলের কার্যক্রম এবং পরিকল্পনা সম্পর্কে উপস্থিত সুধীবৃন্দের সামনে সংক্ষিপ্ত বক্তব্য তুলে ধরেন আইপিডিসি’র কেন্দ্রীয় সেক্রেটারী জেনারেল ইঞ্জিনিয়ার মুনীর হোসাইন। ল্যাকেম্বা ইসলামিক সেন্টার প্রজেক্টের কার্যক্রমের অগ্রগতি এবং বর্তমান অবস্থা তুলে ধরে আলোচনা করেন ইঞ্জিনিয়ার সাইফুল্লাহ খালেদ।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে এসে প্রধান অতিথির বক্তব্যে আইপিডিসি-এনএসডব্লিউ প্রেসিডেন্ট জনাব আবদুল গণি চৌধুরী পবিত্র রমজান মাসের গুরুত্ব সম্পর্কে আলোচনা রাখেন এবং দোয়া পরিচালনা করেন। তিনি বলেন, একজন মুসলিমের জীবনে এ মাস প্রতিবছর ঈমান নবায়নের মাস হিসেবে ফিরে আসে। এ মাসের মূল্যবান সময়কে কাজে লাগিয়ে আধ্যাত্বিক ও শারীরিক কুরবানীর প্রশিক্ষণ নেয়া আমাদের সকলের দায়িত্ব। পরবর্তীতে ইফতার গ্রহণ এবং মাগরিবের নামাযের পর ডিনার গ্রহণের মাধ্যমে শেষ হয় আইপিডিসি-ক্যান্টারবুরী জোনের উদ্যোগে আয়োজিত ২০১৭ সাল রজমান মাসের ইফতার মাহফিল অনুষ্ঠান। আয়োজকদের সুপরিকল্পিত ব্যবস্থাপনা এবং উপস্থিত সকলের স্বতস্ফুর্ত অংশগ্রহণের সমন্বয়ে এটি একটি স্বার্থক ও সফল অনুষ্ঠান হিসেবে উপস্থিত সবার মনে দাগ কেটেছে।

সাম্প্রতিক