প্রেস বিজ্ঞপ্তি
শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৩৬ তম সাহাদাৎ বার্ষীকি উপলক্ষেবেলমোর কমিউনিটি সেন্টারে অস্ট্রেলিয়া বিএনপি আলোচনা সভা ও মিলাদ মাহফিলের আয়োজন করে।অস্ট্রেলিয়াবিএনপিরসাবেক আহবায়ক জনাব ডাঃ আব্দুল ওয়াহাবের সভাপতিত্বে, পবিত্র কোরআন থেকে তেলোয়াতের মাধ্যমে আলোচনা অনুষ্ঠান শুরু হয়। আলোচনা শেষে দোয়া মাহফিল পরিচালনা করে মোনাজাত করেন সাবেক ছাত্রনেতা, অস্ট্রেলিয়া বিএনপির সাবেক আহবায়ক আলহাজ্ব লুতফুল কবির।
সাবেক ছাত্র নেতা ইঞ্জিনিয়ার হাবিবুর রহমানের উপস্থাপনায় বক্তাগন,শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ থেকে শুরু করে; দেশে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠার মাধ্যমে বাংলাদেশের মানুষের সামাজিক ও অর্থনৈতিক মুক্তি সাধনে কি অবধান রেখেছেন তা তুলে ধরেন। বাংলাদেশের বর্তমান সামাজিক, রাজনৈতিক ও আইন শৃঙ্খলার নাজুক পরিস্থিতির চিত্র জাতীয়তাবাদে বিশ্বাসী প্রবাসী বাংলাদেশীদের সামনে তুলে ধরেদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা এবং বাকশালী কায়দায় দেশ শোষনের বিরুদ্বে ঐক্যবদ্ধ হয়ে দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার হাতকে শক্তিশালী করার আহবান জানান। তারা বলেনবিরোধী দলকে নিশ্চিন্য করার নীল নকশায় মেতে বাকশালী সরকার আমাদের নেতৃ বৃন্দকে মিথ্যা মামলায় জেলে আটকিয়ে রেখেছে, অবিলম্ব সকল নেতৃ বৃন্দকে মুক্তি দিয়ে দেশে গনতন্ত্র পুন প্রতিষ্ঠার আহবান জানান। আলোচনা অনুষ্ঠান শেষে দোয়া মাহফিলে দেশ নেত্রী বেগম খালেদা জিয়া ও তারুন্যের অহঙ্কার তারেক রহমান, বাংলাদেশ জাতীয়তাবাদে বিশ্বাসী সকল নেতা কর্মীসহ সকল বাংলাদেশীদের জন্য মোনাজাত করা হয়। আলোচনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন- বীর মুক্তিযোদ্ধা হুমায়ূন কবির, অস্ট্রেলিয়া বিএনপির সবেক সাধারন সম্পাদক জনাব একেএম ফজলুল হক শফিক, পারভেজ রহমান, সাবেক সদস্য সচিব আবুল হাছান, সুপ্রভাত সিডনির সম্পাদক মিজানুর রহমান সুমন, আব্দুস সাত্তার, ডাঃ জাহিদ, সেলিম লকিয়ত, অস্ট্রেলিয়া যুবদলের সাধারন সম্পাদক আব্দুল মতিন উজ্জ্বল, সাংগঠনিক সম্পাদক মাসুদুর রহমান আরো উপস্থিত ছিলেন জনাব আরিফুল ইসলাম , শাহীন, মুনা মোস্তফা, মাহবুবুর রহমান, মোহাম্মদ জসিম সহ অনেক নেতা কর্মী।
< Prev | Next > |
---|