help-myঅনলাইন ডেস্ক : মালয়েশিয়ার প্রধানমন্ত্রী নাজিব রাজাক বলেছেন, রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশ একা নয়। নতুন করে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের প্রয়োজনীয় সহায়তা দিতে বাংলাদেশ সরকারের পাশে রয়েছে মালয়েশিয়া। ইতিমধ্যে রোহিঙ্গাদের সহায়তার জন্য মালয়েশিয়ার সরকার ১২ টন ত্রাণ পাঠিয়েছে যা চট্টগ্রামে এসে পৌঁছেছে। এছাড়া একটি প্রতিনিধি দল আগামী সোমবার ঢাকায় পাঠাচ্ছে মালয়েশিয়া।

রোহিঙ্গাদের সহায়তায় আরো কি পদক্ষেপ নেওয়া যায় সে বিষয়ে বাংলাদেশ সরকারের সঙ্গে ওই টিম আলোচনা করবে বলে মালয়েশিয়ার সংবাদ সংস্থা বারনামার এক খবরে বলা হয়েছে। নাজিব আরো জানান, আগামী মঙ্গলবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে আলোচনায় রোহিঙ্গাদের মানবিক বিপর্যয়ের বিষয়টি তিনি উত্থাপন করবেন।

সাম্প্রতিক