নাইম আবদুল্লাহ : স্থানীয় সময় গত ১০ই সেপ্টেম্বর (রবিবার) সিডনির একটি কমিউনিটি সেন্টারে সমপ্রতি বাংলাদেশে ঘটে যাওয়া ভয়াবহ বন্যায় দূর্গত মানুষদের পাশে দাড়ানোর জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল অষ্ট্রেলিয়া নৈশভোজ ও ফান্ড রাইজিং ডিনারের আয়োজন করে।
আবু সাইদ কুদরীর পবিত্র কোরআন তেলওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরুর পর বাংলাদেশ, অস্ট্রেলিয়া ও বিএনপির দলীয় সংগীত পরিবেশন করা হয়।
সংগঠনের সাংগঠনিক সম্পাদক প্রকৌশলী হাবিবুর রহমানের সঞ্চালনায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল অস্ট্রেলিয়া শাখার সভাপতি মো: লুতফুল কবিরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল অস্ট্রেলিয়া শাখার প্রধান উপদেষ্ঠা মনিরুল হক জর্জ।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপদেষ্টা মনিরুল হক জর্জ, ফান্ড রাইজিং অনুষ্ঠানের আহবায়ক ডাঃ আব্দুল ওহাব, বিএনপি নেতা এ্যাডঃ মোবারক হোসেন, বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ নিউ সাউথ ওয়েলসের সভাপতি এ কে এম ফজলুল হক শফিক , বিএনপির মহিলা বিষয়ক সম্পাদিকা মুনা মোস্তফা, বাংলাদেশ জাতীয়তাবাদী দল অস্ট্রেলিয়া শাখার সাধারন সম্পাদক মো: আবুল হাছান প্রমুখ ।
বক্তরা বলেন, "৩৩ জেলার কোটি মানুষ দ্বিতীয় দফার ভয়াবহ বন্যায় বাসস্থান, ফসলের মাঠ, গবাদি ফসল হারিয়ে অনাহারে খোলা আকাশের নিচে অসহায় ও মানবেতর জীবন যাপন করছে। বেগম জিয়ার আহ্বানে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বন্যা শুরুর প্রথম দিকেই দেশের উত্তর ও মধ্যাঞ্চলের বন্যা উপদ্রুত এলাকায় ছুটে গিয়ে ত্রাণ সামগ্রী বিতরণ করছেন"।
অস্ট্রেলিয়া বিএনপি নেতারা জানান, "ত্রাণ তহবিলে সহায়তার জন্য বিএনপির পক্ষ থেকে একটি ব্যাংক একাউন্ট ও খোলা হয়েছে। উত্তোলনকৃত অর্থ খুব শীঘ্রই কেন্দ্রীয় বিএনপি নেতৃবৃন্দের কাছে পৌছে দেওয়া হবে"।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নুরে আলম লিটন, শহীদ পারভেজ , আরীফ রহমান , সেলিম লোকিয়াত সহ আরো কমিউনিটির গন্যমাণ্য ব্যক্তিবর্গ।
সবশেষে সভাপতি মোঃ লুতফুর কবীর সমাপনী বক্তব্য দেন।
বক্তব্য শেষে নৈশভোজ ও বন্যাদূর্গতদের জন্য তহবিল সংগ্রহ করা হয়।
অনুষ্ঠানে ক্যান্টারবেরী ব্যাংকসটাউন সিটি কাউন্সিলের নবনির্বাচিত কাউন্সিলর শাহে জামান টিটু ও মোহাম্মাদ হুদাকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল অস্ট্রেলিয়া শাখার পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা দেওয়া হয়। এই সময় তারা নির্বাচনকালীন সহযোগিতার জন্য কমিউনিটির সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।
< Prev | Next > |
---|