samokami-auঅনলাইন ডেস্ক : সমকামী বিবাহের বৈধতা বিষয়ে ডাকের মাধ্যমে অস্ট্রেলিয়া সরকার যে গণভোট আয়োজন করছে তার বৈধতা চ্যালেঞ্জ করে আদালতে আবেদন করা হয়েছে। এর মাধ্যমে এতে গণভোট আয়োজনের সিদ্ধান্ত অনিশ্চয়তার মধ্যে পড়ে গেছে বলে মনে করছেন অনেকে।

এই ভোটের সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে একজন আইনজীবী আদালতে আবেদন করেন। এই আবেদনের ওপর শুনানির সিদ্ধান্ত নিয়েছেন আদালত। তবে এখনও ভোট নিয়ে আশাবাদী দেশটির সরকার। তারা আশা করছে আদালতের আদেশ নিজেদের পক্ষেই আসবে।

আগামী ১২ সেপ্টেম্বর এই গণভোট শুরুর কথা রয়েছে। যা শেষ হবে ২৭ অক্টোবর। ফল ঘোষণা করার কথা রয়েছে ১৫ নভেম্বর।

উল্লেখ্য, অস্ট্রেলিয়ার অধিকাংশ প্রদেশে সমকামী বিবাহ নাগরিক ইউনিয়ন বা সরকারি নিবন্ধিত সম্পর্ক হিসেবে বিবেচিত। কিন্তু দেশটির জাতীয় আইন অনুসারে তা বিবাহ বলে গণ্য নয়। বিষয়টিকে আইনসিদ্ধ করতেই এই ভোটের আয়োজন।

সাম্প্রতিক