নাইম আবদুল্লাহ : গতকাল ১৬ জুলাই (রোববার) সন্ধ্যায় সিডনির পাঞ্চবলের হাজীর বিরানি রেঁস্তোরায় 'সিডনি প্রেস এন্ড মিডিয়া কাউন্সিলের' কার্যকরী পরিষদের সভা অনুষ্ঠিত হয়।

spm-7-1কাউন্সিলের সভাপতি ডঃ এনামুল হকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোহাম্মেদ আব্দুল মতিনের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় স্বাগত বক্তব্য রাখেন সিনিয়র সহ সভাপতি আবদুল্লাহ ইউসুফ শামিম ও মোহাম্মদ রেজাউল হক।

সভার শুরুতে সিডনি প্রেস এন্ড মিডিয়া কাউন্সিলের নতুন সদস্য গবেষক ও লেখিকা মাকসুদা সুলতানাকে স্বাগত জানিয়ে সম্প্রতি অনুষ্ঠিত অভিষেক সন্ধ্যা সফল করার জন্য কাউন্সিলের সকল সদস্যসহ যারা শ্রম, পরামর্শ ও স্পনসরসহ নানাভাবে সহায়তা করেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।

spm-7-2এছাড়াও অভিষেক সন্ধ্যায় উপস্থিত থাকার জন্য অষ্ট্রেলিয়ান সরকারের উর্ধতন কর্মকর্তা, নিউ সাউথ ওয়েলস ও ফেডারেল পুলিশের সিনিয়র কর্মকর্তা, নিউ সাউথ ওয়েলস প্রিমিয়ারের প্রতিনিধি, বিভিন্ন দূতাবাস প্রতিনিধি, বিরোধী দলীয় নেতা, মন্ত্রী, ফেডারেল এমপি, স্টেট এমপি, কাউন্সিলর, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের স্কলার, আইনজীবি, বুদ্ধিজীবি, অষ্ট্রেলিয়ান মূলধারার বিভিন্ন চ্যানেলের সিনিয়র সাংবাদিক, রাজনৈতিক, সাংস্কৃতিক, মাল্টিকালচারাল সংগঠনের সিনিয়র নেতৃবৃন্দ সহ বিভিন্ন সামাজিক সমগঠনের শীর্ষ স্থানীয় নেতৃবৃন্দকে আন্তরিক অভিবাদন জানানো হয়।

spm-7-3কার্যকরী পরিষদের সভায় সর্বসম্মতিক্রমে মাকসুদা সুলতানাকে কাউন্সিলের 'কোষাধ্যাক্ষ’র দায়িত্ব প্রদান করা হয়। সভায় অস্ট্রেলিয়ার মূলধারার গণমাধ্যমের সঙ্গে কাজ করার পাশাপাশি অন্যান্য কমিউনিটির মিডিয়াকে সিডনি প্রেস এন্ড মিডিয়া কাউন্সিলের সঙ্গে অন্তর্ভুক্তকরণের মাধ্যমে সংবাদ আদান প্রদানের বিষয়ে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হয়।

সভায় অন্যান্যদের মধ্যে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন, যুগ্ম সাধারণ সম্পাদক আবদুল আউয়াল খান, কার্যকরী পরিষদের সদস্য নাইম আবদুল্লাহ, আসিফ ইকবাল প্রমুখ। সবশেষে কাউন্সিলের সভাপতি উপস্থিত সবাইকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে নৈশ ভোজের আমন্ত্রন জানিয়ে সভার সমাপ্তি ঘোষণা করেন।

সাম্প্রতিক