sf img 1নাইম আবদুল্লাহ : আজ ১৭ই জুলাই (সোমবার) ওয়েস্টার্ন সিডনি বিশ্ববিদ্যালয়ের বাংলাদেশ স্ট্যাডিজ সার্কেল তাদের প্যারামাট্টা ক্যাম্পাসে বাংলাদেশে যুদ্ধাপরাধীদের বিচার ব্যবস্থা নিয়ে একটি আন্তর্জাতিক সেমিনারের আয়োজন করে।

sf img 2ওয়েস্টার্ন সিডনি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. মাসুদুল হকের সভাপতিত্বে ও ড. কাইয়ুম পারভজের সঞ্চালনায় এই সেমিনারে মূল নিবন্ধ উপস্থাপন করেন ম্যাকুরি বিশ্ববিদ্যালয়ের প্রফেসর রফিকুল ইসলাম, ওয়েস্টার্ন সিডনি বিশ্ববিদ্যালয়ের ডীন ড. স্টিফেন ফ্রীল্যান্ড, ড. ডোনা ক্রেগ, লন্ডন থেকে আগত ড. রায়ান রাশিদ, ব্রাসেলস থেকে আগত ড. জিয়াউদ্দিন আহমেদ, আওয়ামীলীগ অস্ট্রেলিয়ার সভাপতি সিরাজুল হক, ইন্টারন্যাশনাল সেন্টার ফর ওসেন গভর্নেসের পরিচালক ড. দাউদ হাসান, গ্রিফিথ বিশ্ববিদ্যালয়ে সহযোগী অধ্যাপক ড. মোয়াজ্জেম হোসেন, লেখক ড. রতন কুন্ডু ও পিএইচডি স্কলার আবিদুর রাজ্জাক খান।

সেমিনারে বিচারকার্য পরিচালনা ও বিচারের রায় বাস্তবায়নের জন্য বর্তমান বাংলাদেশ সরকারকে সাধুবাদ জানিয়ে সেমিনারে চলমান বাংলাদেশের যুদ্ধাপরাধী বিচার প্রক্রিয়া সহ বিভিন্ন দিক ও আন্তর্জাতিক গ্রহণযোগ্যতা নিয়ে চুলচেরা বিশ্লেষণ করা হয়। সেমিনারে অন্যান্য বিশ্ববিদ্যালয়ের একাডেমিক, রাজনীতিবিদ, বিভিন্ন মিডিয়ার প্রতিনিধি ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সাম্প্রতিক