অনলাইন ডেস্ক : মার্কিন যুক্তরাষ্ট্রের মিনিয়াপোলিসে এক অস্ট্রেলীয় নারীকে গুলি করে হত্যা করেছে পুলিশ। ৯১১ এ সম্ভাব্য হামলার বিষয়ে ফোন এলে ঘটনাস্থলে গিয়ে পুলিশ জাস্টিন ডামোন্ড নামের ওই নারীকে গুলি করে।
৪০ বছর বয়সী অস্ট্রেলিয়ার সিডনিবাসী ওই নারী মিনেসোটায় তার বাগদত্তার সঙ্গে থাকছিলেন। শনিবার একটি ঘটনার প্রেক্ষিতে তিনি নিজেই জরুরিসেবা ৯১১ এ ফোন করে পুলিশকে অবহিত করেন। ঘটনাক্রমে পুলিশ তাকে গুলি করে। মিনেসোটা পুলিশ জানিয়েছে ঘটনার তদন্ত করা হবে। জানা গেছে গুলি করার সময়ে পুলিশের বডিক্যাম চালু ছিল না। বিতর্কিত হত্যাকাণ্ডের জন্য গত বছর মিনেসোটার পুলিশ বডিক্যাম ব্যবস্থা চালু করে।
সিডনিবাসী জাস্টিন ডামোন্ড একজন যোগব্যায়াম শিক্ষক হিসেবে মিনিয়াপোলিসে কাজ করছিলেন। গত মাসে মিনিয়াপোলিসের স্থানীয় বাসিন্দা ডন হামোন্ডের সঙ্গে বাগদান সম্পন্ন হয়, আগামী মাসে দুইজনের বিয়ে করার কথা ছিল। জাস্টিন ডামোন্ডের ২২ বছর বয়সী সৎ ছেলে জ্যাখ ডামন্ড স্থানীয় এক প্রতিবাদ সভায় বলেন, আমার মা মারা গেছে পুলিশের গুলিতে, তবে কি কারণে পুলিশ গুলি করেছে তা আমি জানি না। আমি এর উত্তর চাই। - বিবিসি ও এবিসি
< Prev | Next > |
---|