নাইম আবদুল্লাহ : গত ৭ জুলাই (শুক্রবার) এমএলসি মুভমেন্ট’র প্রতিনিধি দল সিডনি থেকে ভিডিও কনফারেন্সে মাধ্যমে প্যারিসে ইউনেস্কোর প্রতিনিধি দলের সাথে এক মত বিনিময় সভায় মিলিত হয়।

mlc1মত বিনিময় সভার শুরুতে এমএলসি মুভমেন্ট ইন্টারন্যাশনালের প্রতিষ্ঠাতা এবং চেয়ারপারসন নির্মল পাল সংগঠনের লক্ষ্য, উদ্দ্যেশ, বিভিন্ন ঐতিহাসিক অর্জন এবং ঝুঁকিপূর্ণ মাতৃভাষা সংরক্ষণে “কনসারভ ইউর মাদার ল্যাংগুয়েজ” বার্তাকে বৈশ্বিক বার্তা হিসেবে গ্রহণ, সমন্বিতভাবে “আন্তর্জাতিক মাতৃভাষা দিবস” উদযাপনে প্রতিটি প্রধান প্রধান শহরে “আন্তর্জাতিক মাতৃভাষা দিবস স্মৃতিসৌধ” প্রতিষ্ঠার উদ্যোগ, প্রতিটি ভাষা সংরক্ষণে সকলের বিশ্বের প্রতিটি লাইব্রেরীতে “একুশে কর্নার” প্রতিষ্ঠার সিদ্ধান্ত গ্রহণ ও বিভিন্ন কার্যক্রম ইউনেস্কোর প্রতিনিধি দলের কাছে উপস্হাপন করেন।

mlc2সভায় এমএলসি মুভমেন্টের পরিচালনা পরিষদের অন্যতম সদস্য ডঃ রতন লাল কুন্ডু সংগঠনটির পক্ষ থেকে তাদের কাছে কিছু প্রস্তাবনাও তুলে ধরেন।

সমাপনী বক্তব্যে এমএলসি মুভমেন্টের নির্বাহী পরিচালক এনাম হক ইউনেস্কোর প্রতিনিধি দলকে ধন্যবাদ জানিয়ে আগামীতে এক সাথে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন।

অন্যদিকে ইউনেস্কোর প্রতিনিধি দল এমএলসি মুভমেন্টের কার্যক্রমকে ইউনেস্কোর মাতৃভাষা সংরক্ষণ পরিকল্পনায় সহায়ক কার্যক্রম হিসেবে অভিন্দন জানিয়ে পারস্পারিক সহযোগিতার ভিত্তিতে কাজ করার প্রতিশ্রুতি ব্যক্ত করে।

এই মতবিনিময় সভায় ইউনেস্কোর প্রতিনিধি দলের পক্ষে কাসিনস্কাইটি ইরমগার্ডা, নরো আন্দরিইমিজেজা প্রমুখ অংশগ্রহণ করেন।

এমএলসি মুভমেন্ট ইন্টারন্যাশনালের পক্ষ থেকে আনিসুর রহমান, আউয়াল খান, পারভেজুল আলম ওপেল, সাইদ আহমেদ প্রমুখ অংশগ্রহণ করেন।

mlc3প্রসঙ্গত, বিশ্বের সকল মাতৃভাষাকে রক্ষার করতে বিশ্বব্যাপী আন্দোলন গড়ে তুলতে গত ১০ বছর ধরে অস্ট্রেলিয়া ভিত্তিক স্বেচ্ছাসেবী সংগঠন এম এলসি মুভমেন্ট নিরলস ভাবে কাজ করে যাচ্ছে।

সাম্প্রতিক