গোপালগঞ্জ : গোপালগঞ্জে বাস ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ৬ জন নিহত ও কমপক্ষে ২৫ জন আহত হয়েছে। শনিবার সকাল সাড়ে ৫ টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের কাশিয়ানী উপজেলার বরাশুর নামক স্থানে এ দুর্ঘটনাটি ঘটে।
এ ঘটনার পর ওই সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। সড়কের দুই পাশে শত শত যানবাহন আটকা পড়ে। ফরিদপুরের হাইওয়ে পুলিশ, কাশিয়ানী থানা পুলিশ ও গোপালগঞ্জ ফায়ার সার্ভিস সাড়ে ৯ টার দিকে উদ্ধার কাজ সম্পন্ন করে। পর ওই সড়কে যানবাহন চলাচল শুরু হয়।
নিহতরা হলেন, বাস চালক গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার ভাটিয়াপাড়া গ্রামের বুলেট (৩০), বাসের সুপারভাইজার ফরিদপুরের বোয়ালমারীর ইব্রাহিম (৪৫), হেলপার গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার বাঁশবাড়িয়া গ্রামের সাইফুজ্জামান (৪৫) ও যাত্রী রংপুরের সেলিনা আক্তার (৩০)। অপর ২ জনের নাম পরিচয় পুলিশ জানাতে পারেনি।
কাশিয়ানী থানার ওসি এ.কে.এম আলীনূর হোসেন জানান, ঢাকা থেকে ছেড়ে আসা সেবা গ্রিন লাইনের একটি নৈশ কোচ পিরোজপুর জেলার নাজিরপুর যাচ্ছিল। ভোর সাড়ে ৫ টার দিকে কাশিয়ানী উপজেলার বরাশুরে বিপরীত দিক থেকে আসা সিমেন্টবাহী একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে বাস ও ট্রাকের সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়। এতে ঘটনাস্থলে ২ নারীসহ ৬ জন মারা যায়। আহত হয় অন্তত ২৫ জন। আহতদের উদ্ধার করে গোপালগঞ্জ জেনারেল হাসপাতাল ও কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে। এদের মধ্যে মারাত্মক আহত ৩ জনকে সংকট জনক অবস্থায় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে ওই পুলিশ কর্মকর্তা জানিয়েছে। ট্রাকটি খুলনা থেকে সিমেন্ট বোঝাই করে ঢাকা যাচ্ছিলো।
তিনি আরো জানান, সকাল সাড়ে ৯ টার দিকে উদ্ধার কাজ শেষ হয়। তারপর থেকে ওই সড়কে যান চলাচল শুরু করে।
< Prev | Next > |
---|