ramu3কক্সবাজার : কক্সবাজারের রামুতে একটি পিকনিকের বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে তিন জন নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আহত অর্ধ শতাধিক। সোমবার (৪ সেপ্টেম্বর) সকাল ৭টার দিকে রামু উপজেলার পুরাতন বাইপাস মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। কক্সবাজার রামু তুলাবাগান হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাহিদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।

নিহতরা হলেন: সাইমুম (১৫), এরশাদ (২০) ও হাসান (২৫)।

কক্সবাজার রামু তুলাবাগান হাইওয়ে পুলিশের (ওসি) মোজাহিদুল ইসলাম জানান, সকালে চট্টগ্রাম হাটহাজারী থেকে কক্সবাজারে পিকনিকে যাওয়ার পথে আসমা এক্সপ্রেস (চট্টমেট্টো জ ১১-১৬৬৮) নামের বাসটি উল্টে যায়। এসময় ঘটনাস্থলে তিন জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন অর্ধ শতাধিক।

এ ব্যাপারে কক্সবাজার ফায়ার সার্ভিসের উপ-পরিচালক আবদুল মালেক জানান, খবর পেয়ে কক্সবাজার ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থল থেকে তিন জনের মৃতদেহ উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে মর্গে পাঠিয়েছে। আহতদের অনেকে কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এদের মধ্যে নেজাম (৩৫) ও শিউলি বিশ্বাসকে (২২) চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

এসময় আরও হয়েছেন: সুশীল বিশ্বাস (২৫), রুবেল (১৭), মিন্টু (২৫), নুরুজ্জামান (৩০), শরীফ (৩৩), বিউটি (১৯) ও মিনারা বেগম (২০)। অন্যান্যদের পরিচয় সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি।

সাম্প্রতিক