নাইম আবদুল্লাহ: গত ২ অগাস্ট (বুধবার) সন্ধ্যায় পাংশায় ৪৩ বছরের ঐতিহ্যবাহী সংগঠন 'নাট্যালোক' প্রবাসী লেখক সাংবাদিক নাট্যকার বাসভূমি'র কর্ণধার ও সিডনি প্রেস ও মিডিয়া কাউন্সিলের নির্বাহী কাউন্সিলের সদস্য আকিদুল ইসলামকে বিশেষ সম্মাননা প্রদান করে।
পাংশা থেকে লিটু করিম জানান, সংগঠনের সভাপতি উত্তম কুমার কুন্ডুর সভাপতিত্বে সম্মাননা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে পাংশার পৌর মেয়র আব্দুল আল মাসুদ ও বিশেষ অতিথি ছিলেন আঃ ওয়াহাব ও ডাঃ শফিউদ্দিন পাতা উপস্হিত ছিলেন।
প্রধান অতিথি পৌর মেয়র আব্দুল আল মাসুদ তার বক্তৃতায় জন্মভূমি পাংশার সাহিত্য ও সাংস্কৃতিক অঙ্গনে বিশেষ ভুমিকা রাখবার জন্যে অস্ট্রেলিয়া প্রবাসী এই সাংস্কৃতিক ব্যক্তিত্বকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে সাহিত্যের সব ক্ষেত্রে তাঁর নন্দিত বিচরণ প্রবাস ও দেশের সাহিত্য ও সাংস্কৃতিক অঙ্গনে তাঁকে অমর করে রাখবে বলে দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠানে বক্তারা আগামী ভবিষতে তার সাহিত্য কর্মকে আরো সমৃদ্ধ করার আহবান জানান।
< Prev | Next > |
---|