নাইম আবদুল্লাহ : গত ৯ জুলাই (রবিবার) বাংলা ভাষাভাষীদের মাসিক পত্রিকা স্বাধীন কন্ঠ’ সিডনিস্থ নিজস্ব কার্যালয়ে তাদের ১ম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে এক জমজালো অনূষ্ঠানের আয়োজন করে।

বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার জাতীয় সংগীত পরিবেশনের পর তানিম মান্নানের সঞ্চালনায় পত্রিকাটির লাকেম্বা প্রতিনিধি রাশেদ ইবনে বকর স্বাধীন কন্ঠের এই আয়োজনে অংশগ্রহন করার জন্য সকলকে স্বাগত জানিয়ে সংক্ষেপে পত্রিকাটির বিগত এক বছরের কার্য্যক্রম তুলে ধরেন।

এরপর আমন্ত্রিত অতিথিদের কাছ থেকে স্বাধীন কন্ঠের গত একটি বছরের পথচলা সম্পর্কে মতামত জানতে চাওয়া হয়।

এই সময় মতামত ও আলোচনায় অংশ নেন, অস্ট্রেলিয়া বিএনপি’র প্রধান উপদেষ্টা মনিরুল হক জর্জ, দেশ বিদেশ পত্রিকার সম্পাদক বদরুল আলম, সিডনি প্রেস এন্ড মিডিয়া কাউন্সিলের সাধারণ সম্পাদক ও বিদেশবাংলা টোয়েন্টিফোর ডটকম এর সম্পাদক মোহাম্মেদ আবদুল মতিন, বিশিষ্ট লেখক ডঃ রতন লাল কুন্ডু, মাদার ল্যাংগুয়েজেস কনজারভেশন মুভমেন্ট ইন্টারন্যাশনাল ইনক-এর চেয়ারপার্সন নির্মল পাল, প্রবীন কমিউনিটি ব্যাক্তিত্ব নজরুল ইসলাম, সুপ্রভাত সিডনির সম্পাদক মিজানুর রহমান সুমন, এ্যাডঃ মোবারক হোসেন, বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব নিউ সাউথ ওয়েলসের সভাপতি এ কে এম ফজলুল হক শফিক, অস্ট্রেলিয়া বিএনপি’র সাধারন সম্পাদক আবুল হাসান, কাজল পাল, অভিবাসন আইনজীবি জ্যাক লী, যমুনা টেলিভিশন অস্ট্রেলিয়া প্রতিনিধি হাসান তারিক, বিএনপি অস্ট্রেলিয়ার সাংগঠনিক সম্পাদক হাবিবুর রহমান, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি নেতা মোঃ মোসলেহ উদ্দিন হাওলাদার আরিফ, আওয়ামী লীগ অস্ট্রেলিয়া শাখার সভাপতি, বিশিষ্ট আইনজীবি সিরাজুল হক, মিডিয়া ব্যক্তিত্ব রহমতউল্লাহ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ফেরদৌস আমান, আওয়ামী লীগ অস্ট্রেলিয়া শাখার প্রধান উপদেষ্টা গামা আব্দুল কাদির, দপ্তর সম্পাদক কামরুজ্জামান লিটন, সাংগঠনিক সম্পাদক হাসান ফারুক শিমুল রবিন, একুশে একাডেমীর সভাপতি আব্দুল ওহাব, কমিউনিটি ব্যক্তিত্ব শাহে জামান টিটু, ক্যাম্বেলটাউন সিটি কাউন্সিলের কাউন্সিলর মাসুদ চৌধূরী, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি অস্ট্রেলিয়ার সাবেক আহবায়ক দেলোয়ার হোসেন, কবি আবুল হাসনাৎ মিল্টন প্রমুখ।

f-sk10অনুষ্ঠানে অতিথিরা বলেন, স্বাধীন কণ্ঠ অতি অল্প সময়ে প্রবাসে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করে ইতিমধ্যে অস্ট্রেলিয়ার বাংলা ভাষাভাষীদের হৃদয়ে স্থান করে নেয়ার পাশাপাশি সত্য ও ন্যায় প্রকাশে কমিউনিটির মুখপত্রে পরিণত হয়েছে।

f-sk1সংবাদ পরিবেশনের ক্ষেত্রে স্বাধীন কন্ঠকে পাইওনিয়ার উল্লেখ হিসেবে অভিহিত করে বক্তারা বলেন, আগামী দিনের পথচলায় পত্রিকাটি তার শ্রেষ্ঠত্ব ধরে রাখার পাশাপাশি, স্বচ্ছতা ও নিরপেক্ষতা আব্যহত রাখবে। তারা পত্রিকাতির পরিছালনা পর্ষদকে কোন চাপের কাছে মাথা নত না করারও পরামর্শ দেন।

পাশাপাশি তারা ওয়েব ভার্সন নিয়মিত আপডেট না হওয়া, পত্রিকায় প্রকাশিত ছবির মান উন্নয়ন এবং সংবাদ পরিবেশনের ক্ষেত্রে পক্ষপাত না করার উপর গুরুত্ব দেন।
অনুষ্ঠানে পত্রিকাটির নিয়মিত লেখক নির্মল পাল, কাজী সুলতানা শিমি, নাইম আব্দুল্লাহ, আরিফুর রহমান খাদেম, বেলাল ঢালীকে সম্মামনা জানিয়ে একটি করে গাছের চারা উপহার দেওয়া হয়।

f-sk8তাদের হাতে গাছের চারা গুলো তুলে দেন শাহে জামান টিটু, কাউন্সিলর মাসুদ চৌধুরী ও নজরুল ইসলাম। এছাড়াও অনুষ্ঠানে নিয়মিত বিজ্ঞাপন দাতাদের স্বাধীন কন্ঠের লগো সংবলিত স্মারক উপহার দেওয়া হয়।

f-sk14অনুষ্ঠানে স্বাধীন কন্ঠ পরিবারের পক্ষ থেকে বক্তব্য রাখেন ব্যবস্থাপনা সম্পাদক ও প্রকাশক কাজি আলমগীর, সম্পাদক আউয়াল খান, সম্পাদক মন্ডলীর সভাপতি কাজি আরমান প্রমুখ।
তারা প্রতিশ্রুতি দিয়ে বলেন, আগামী দিনেও কমিউনিটির সকল শ্রেণীর মানুষের আশা-আকাঙ্খার প্রতিফলন ঘটানোর লক্ষ্যে এক সাথে কাজ করার পাশাপাশি দল মত নির্বিশেষে সকলকে পত্রিকার পাতায় সমানভাবে সংবাদ প্রকাশের অঙ্গিকার প্রদান করেন।

f-sk22স্বাধীন কন্ঠ পরিবার বিগত এক বছরের পথ চলায় সহযোগিতা করার জন্য, লেখক, সাংবাদিক সহ কমিউনিটির সকল বিশিষ্ঠজন ও বিজ্ঞাপন দাতাদের ধন্যবাদ দিয়ে আগামীতে তথ্য নির্ভর ও বস্তুনিষ্ট সংবাদ পরিবেশনের ক্ষেত্রে আপোষহীন ভাবে কাজ করার প্রতিশ্রুতি ব্যাক্ত করে সকলের একান্ত সহযোগিতা কামনা করেন।

f-sk27এরপর আমন্ত্রিত অতিথিদের নিয়ে প্রথম বার্ষিকীর কেক কাটা হয়। অনুষ্ঠানের আলোচনার পাশাপাশি সঙ্গীত পরিবেশন করেন স্থানীয় জনপ্রিয় কণ্ঠ শিল্পী মিঠু ও তৌফিক। সবশেষে নৈশভোজ পরিবেশনার মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

সাম্প্রতিক