03-Sydniআন্তর্জাতিক ডেস্ক: নিউ জিল্যান্ডের বিখ্যাত শিল্পী কলিন জন ম্যাককাহনের আঁকা দুর্মূল্য একটি চিত্রকর্ম অস্ট্রেলিয়ার সিডনির একটি বাড়ি থেকে চুরি হয়েছে। ১৯৭৪ সালে আঁকা কমেট (এফ থার্টিন) নামে ছবিটির আনুমানিক মূল্য এক লাখ ৫২ হাজার মার্কিন ডলার বলে জানায় বিবিসি।

নিউ সাউথ ওয়েলস পুলিশ জানায়, ছবিটির মালিক বাড়ি বদলানোর সময় সেটি চুরি যায়। ১৯৮৭ সালে মারা যাওয়া ম্যাককাহন তার চার দশকের শিল্পী জীবনে নিউ জিল্যান্ডের চিত্রশিল্পের ইতিহাসে খ্যাতনামা বেশ কয়েকটি আধুনিক চিত্রকর্ম উপহার দেন, যার মধ্যে চুরি যাওয়া কমেটও আছে। রাতের দৃশ্যকল্পে আঁকা ছবিটির দৈর্ঘ্য ১ মিটার, প্রস্থ ৭৫ সেন্টিমিটার। ছবিটির সঙ্গে ওই বাড়ি থেকে একটি স্টেরিও স্পিকারও চুরি হয় বলে জানিয়েছে পুলিশ।

অস্ট্রেলিয়ার ছবি চুরির ঘটনা বিরল, কারণ তা কালোবাজারে বিক্রি করা প্রায় দুঃসাধ্য বলে বিবিসির কাছে মন্তব্য করেছেন শিল্প পরামর্শক স্টিফেন নেইল। তিনি বলেন, সাধারণ নিয়ম হচ্ছে, আপনি যদি কালোবাজারে কোনো ছবি বিক্রি করতে যান, তাহল সেই ছবির এলো দামের মাত্র ১০ শতাংশ পাবেন। ছবিটির বিষয়ে তথ্য দিতে সবার কাছে অনুরোধ জানিয়েছে পুলিশ, বলেছে সেসব তথ্য ‘অত্যন্ত গোপনীয়তা’র সঙ্গে মূল্যায়ন করা হবে।

সাম্প্রতিক