syd fes1নাইম আবদুল্লাহ : দেশের বেসরকারি টেলিভিশন চ্যানেল এনটিভি আগামী ২৮ অক্টোবর সিডনির ব্যাংকসটাউন পল কেটিং পার্কে “ বাংলাদেশ ফেস্টিভ্যাল” উৎসবের আয়োজন করেছে।

এই আয়োজনকে সামনে রেখে গত ৬ জুলাই (বৃহস্পতিবার)কস্তূরী রেস্টুরেন্ট ও ফাংশন সেন্টারে এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।

ফেস্টিভ্যাল কমিটির সভাপতি মোহাম্মদ রেজাউল হকের সভাপতিত্বে এবং এনটিভি অস্ট্রেলিয়ার প্রধান কর্মকর্তা রাশেদ শ্রাবনের সঞ্চালনায় আয়োজক কমিটি এই মত বিনিময় সভায় মেলার বিশদ কার্যক্রম ও পরিকল্পনা নিউ সাউথ ওয়েলস-এর মাল্টিকালচারাল মন্ত্রী রে উইলিয়ামস’কে অবহিত করেন। মন্ত্রী এই উৎসবকে সার্বিক সহযোগিতা প্রদান ছাড়াও সামাজিক যোগাযোগ মাধ্যম, সরকারের নিউজ লেটার, ম্যাগাজিন এবং সিটি অব সিডনিতে প্রকাশের জন্য প্রয়োজনীয় নির্দেশ প্রদান করবেন বলে এনটিভি অস্ট্রেলিয়াকে নিশ্চিত করেন।

এ ছাড়াও অদূর ভবিষ্যতে ডার্লিং হারবার, অপেরা হাউসসহ সিডনির বিভিন্ন প্রসিদ্ধ স্থানে বাংলাদেশের পতাকা উত্তোলনের ব্যবস্থা গ্রহন সহ তাঁর মন্ত্রণালয় বাংলাদেশ ফেস্টিভ্যাল ও এনটিভির সঙ্গে দীর্ঘ মেয়াদে কাজ করবে বলেও আশ্বাস প্রদান করেন।

বাংলাদেশ ফেস্টিভ্যাল” উৎসবে এনটিভির চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক আলহাজ্ব মোহাম্মদ মোসাদ্দেক আলী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বলে ফেস্টিভ্যাল কমিটির সভাপতি মোহাম্মদ রেজাউল হক নিশ্চিত করেছেন।

আয়োজক কমিটি আরও জানিয়েছেন, বাংলাদেশের ক্লোজআপ তারকা সালমা, রন্টি, মাহাদীসহ অস্ট্রেলিয়ার শিল্পীদের পরিবেশনায় জমকালো উৎসব সবার জন্য উম্মুক্ত থাকবে।

syd fes2মত বিনিময় সভায় উপস্থিত ছিলেন বিএনপি অস্ট্রেলিয়ার উপদেষ্টা মনিরুল হক জর্জ, গবেষক-লেখক এবং চার্লস স্টুয়ার্ট ইউনিভার্সিটির শিক্ষক শিবলী আবদুল্লাহ, আওয়ামী লীগ অস্ট্রেলিয়ার উপদেষ্টা গামা কাদির, সমাজসেবক ও রাজনীতিবিদ ডা. আবদুল ওয়াহাব বকুল, কমিউনিটি নেতা শাহে জামান টিটু, সিডনি প্রেস এবং মিডিয়া কাউন্সিলের সাধারণ সম্পাদক মোহাম্মেদ আবদুল মতিন, এনটিভি অস্ট্রেলিয়ার পাবলিক রিলেশন অফিসার সায়মন সারওয়ার, ফেস্টিভ্যাল কো-অর্ডিনেটর জাহাঙ্গীর হাবিব, এনটিভি সিডনির প্রতিনিধি ও সিডনি ইউনিভার্সিটির সায়েন্টিস্ট ড. আজিম চঞ্চল, সুপ্রভাত সিডনি পত্রিকার সাংবাদিক গোলাম মোস্তফা, ব্যবসায়ী মোবারক হোসেন ও আবদুল কাইয়ুম প্রমুখ।

মত বিনিময় সভায় দল মত নির্বিশেষে উপস্থিত সবাই একসঙ্গে কাজ করবেন বলে অভিমত ব্যক্ত করেন।

সাম্প্রতিক