নাইম আবদুল্লাহ : গত ১ জুলাই (শনিবার) স্থানীয় কস্তুরী রেস্টুরেন্টে অস্ট্রেলিয়া ভিত্তিক স্বেচ্ছাসেবী সংগঠন এমএলসি মুভমেন্ট তাদের দশম বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে এক মত বিনিময় সভার আয়োজন করে।
আমন্ত্রিত অতিথিদের পরিচয় পর্বের পর সংগঠনটির পরিচালক ও বাংলাদেশ ফোরাম অস্ট্রেলিয়ার সভাপতি হোসেন মোঃ মহসিন এর সঞ্চালনায় মত বিনিময় সভায় বিশিষ্ট ব্যবসায়ী ও সংগঠনটির নির্বাহী পরিচালক এনাম হক 'মাদার ল্যাঙ্গুয়েজ কন্সারভেশন মুভমেন্ট ইন্টারন্যাশনাল ইনক’র কার্যক্রমের অগ্রগতির সর্বশেষ অবস্থা তুলে ধরেন।
সাম্প্রতিক বিভিন্ন অর্জন নিয়ে আলোচনা করেন এমএলসি মুভমেন্টের প্রতিষ্ঠতা ও চেয়ারপারসন নির্মল পাল। পরিচালনা পরিষদের অন্যতম সদস্য ডঃ রতন লাল কুন্ডু সংগঠনটির ভবিষ্যত কলা কৌশল ও প্রস্তাবনা ব্যাখ্যা করেন।
মতবিনিময় সভায় ক্যাম্পবেলটাউন সিটি কাউন্সিলর মাসুদ চৌধুরী এমএলসি মুভমেন্টের মহতি কার্যক্রমের ভুয়সী প্রশংসা করে এসফিল্ড হেরিটেজ পার্কে বিশ্বের প্রথম আন্তর্জাতিক মাতৃভাষা দিবস স্মৃতিসৌধ প্রতিষ্ঠার ক্ষেত্রে বিশেষ অবদান রাখার জন্য স্মৃতিসৌধের প্রধান রূপকার নির্মল পালকে ধন্যবাদ জানান।
তিনি ক্যাম্পবেলটাউন সিটি কাউন্সিল এলাকাতে অনুরূপ একটি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস স্মৃতিসৌধ প্রতিষ্ঠার ইচ্ছা প্রকাশ করে এই ব্যাপারে নির্মল পাল সহ সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেন।
আমন্ত্রিত অতিথিদের উন্মুক্ত মতবিনিময়ে অতিথিগণ ভিন্ন ভিন্ন দলে বিভক্ত হয়ে বিভিন্ন বিষয়ের উপর মতামত ব্যক্ত করেন। পরে প্রতিটি দলের সমন্বয়কারীরা তাদের পরামর্শ তুলে ধরেন।
উন্মুক্ত মতবিনিময়ে অংশ নেন, শিক্ষাবিদ শামসিয়া সোলাইমান, কলামিস্ট, শিক্ষাবিদ ও বিশ্ববিদ্যালয় শিক্ষক আরিফুর খাদেম, বিশ্ববিদ্যালয় শিক্ষক রিয়াদ জামান, অস্ট্রেলিয়ার বাংলা পত্রিকা সুপ্রভাত সিডনির বিশেষ প্রতিনিধি গোলাম মোস্তফা, অস্ট্রেলিয়াতে বাংলদেশি ক্যাপ্টেন কুক খ্যাত প্রবীন কমিউনিটি ব্যাক্তিত্ব নজরুল ইসলাম প্রমুখ।
আলোচক গণ মাতৃভাষা বিশেষ করে বাড়ীতে বাংলাচর্চা অব্যাহত রাখার উপর গুরুত্ব আরোপ করে সকল মাতৃভাষাকে রক্ষায় বিশ্বব্যাপী আন্দোলন গড়ে তুলতে এমএলসি মুভমেন্ট এর গত ১০ বছরের নিরলস প্রচেষ্টাকে মহতি উদ্যোগ হিসাবে অবিহিত করেন।
অনুষ্ঠানে এমএলসি মুভমেন্টের কার্যক্রমকে মাতৃভাষা সংরক্ষণে ইউনেস্কোর মত একই পর্যায়ের কার্যক্রম হিসেবে ইউনেস্কোর সাম্প্রতিক মূল্যায়নকে সংগঠনটির অগ্রযাত্রায় একটি ঐতিহাসিক অর্জন বলে অবিহিত করা হয়।
< Prev | Next > |
---|