বিদেশবাংলা রিপোর্ট: সিডনিতে মিরাজ মেহরাব নামে এক ব্যক্তি বাংলাদেশের একটি শীর্ষ দৈনিক পত্রিকার সিনিয়র রিপোর্টার পরিচয়ে অস্ট্রেলিয়ার মোবাইল নং : ০৪৬৯৪২৯৬০০ ব্যবহার করে স্থানীয় বাংলাদেশী কমিউনিটিকে প্রতারিত ও ব্ল্যাক মেইল করার চেষ্টা করছে।
সুপ্রভাত সিডনির পত্রিকার প্রধান সম্পাদক ইউসুফ আবদুল্লাহ শামীম জানান, 'বাংলাদেশের উক্ত শীর্ষ দৈনিক পত্রিকার দু'জন প্রধান কর্মকর্তার সাথে যোগাযোগ করা হলে সিডনিতে তাদের কোনো প্রতিনিধি নেই বলে নিশ্চিত করে তারা ভুয়া সাংবাদিকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের অনুরোধ করেছেন। এই পরিপেক্ষিতে ইতিমধ্যে স্থানীয় পুলিশকে অবহিত করে একটি অভিযোগও দাখিল করা হয়েছে।'
তিনি বাংলাদেশী কমিউনিটির সবাইকে এধরণের প্রতারক বা ভুয়া সাংবাদিক অথবা উপরোল্লিখিত মোবাইল থেকে কোনো প্রতারণা পূর্ণ বা হুমকি মূলক বার্তা পেলে সাথে সাথে সিডনি পুলিশকে অবহিত করতে অনুরোধ করেছেন।
< Prev | Next > |
---|