amw frontনাইম আবদুল্লাহ : ১১ জুন (রবিবার) অস্ট্রেলিয়ান মুসলিম ওয়েলফেয়ার সেন্টার মিন্টুস্থ আল ফয়সাল কলেজে তাদের বার্ষিক ইফতার মাহফিল ও বিশেষ দোয়ার আয়োজন করে।

অনুষ্ঠানে হাফেজ শেখ আবুবকর আবদুর আউফ পবিত্র রমজানের তাৎপর্য তুলে ধরে আলোচনা ও সকল মুসলিম উম্মার কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করেন।

স্থানীয় তিনজন কাউন্সিলর, সাংবাদিক, সামাজিক, রাজনৈতিক নেতৃবৃন্দ সহ বিপুল সংখ্যক ধর্মপ্রান বাংলাদেশী ও অন্যান্য প্রবাসী মুসলিমগন স্ব-পরিবারে এই ইফতার মাহফিলে অংশগ্রহন করেন। অস্ট্রেলিয়ান মুসলিম ওয়েলফেয়ার সেন্টারের ডেভেলপমেন্ট প্রজেক্টের জন্য এই অনুষ্ঠানে ৪৮০০ ডলার অনুদান সংগ্রহ করা হয়।

সেন্টারের সভাপতি করিম ইকবাল ও সাধারণ সম্পাদক ডঃ আনিসুল আফসার ইফতার অনুষ্ঠানে উপস্থিত মুসল্লিদের আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।

সাম্প্রতিক