ঝুঁকিপূর্ণ মাতৃভাষা সংরক্ষণে “কনসারভ ইউর মাদার ল্যাংগুয়েজ” বার্তাকে বৈশ্বিক বার্তা হিসেবে গ্রহণ, সমন্বিতভাবে “আন্তর্জাতিক মাতৃভাষা দিবস” উদযাপনে প্রতিটি প্রধান প্রধান শহরে “আন্তর্জাতিক মাতৃভাষা দিবস স্মৃতিসৌধ” প্রতিষ্ঠার উদ্যোগ, প্রতিটি ভাষা সংরক্ষণে সকলের বিশ্বের প্রতিটি লাইব্রেরীতে “একুশে কর্নার” প্রতিষ্ঠার সিদ্ধান্ত গ্রহণ ও বিভিন্ন কার্যক্রম গ্রহনের জন্য ইউনেস্কোর পক্ষ থেকে অভিন্দন জানানো হয়েছে।
গত ২৮শে এপ্রিল ইউনেস্কোর মহাপরিচালকের পক্ষ থেকে এমএলসি মুভমেন্ট ইন্টারন্যাশনালের প্রতিষ্ঠাতা এবং চেয়ারপারসন নির্মল পাল বরাবরে লেখা পত্রে এমএলসি মুভমেন্টের কার্যক্রমকে ইউনেস্কোর মাতৃভাষা সংরক্ষণ বিষয়ক খুবই সহায়ক কার্যক্রম হিসেবে অবিহিত করা হয়েছে।
প্রসঙ্গত, বিশ্বের সকল মাতৃভাষাকে রক্ষার করতে বিশ্বব্যাপী আন্দোলন গড়ে তুলতে গত ১০ বছর ধরে অস্ট্রেলিয়া ভিত্তিক স্বেচ্ছাসেবী সংগঠন এম এলসি মুভমেন্ট নিরলস ভাবে কাজ করে যাচ্ছে।
< Prev | Next > |
---|