ec1স্টাফ রিপোর্টার: চলতি বছরের ২৫ জুলাই থেকে ৯ আগস্ট পর্যন্ত বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদ করবে নির্বাচন কমিশন।

২০১৮ সালের ১ জানুয়ারি যাদের বয়স ১৮ বছর বা তার বেশি হবে কিংবা ১ জানুয়ারি ২০০০ সাল বা তার আগে যারা জন্মগ্রহণ করেছেন তাদের এ তালিকায় অর্ন্তভূক্ত করা হবে।

গতকাল বুধবার দুপুরে ইসি সচিব মো. আবদুল্লাহ্ নির্বাচন ভবনে এক সংবাদ সম্মেলনে এসব কথা জানান। তিনি জানান, ২৫ জুলাই থেকে বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহের পর ছবি তোলা ও আঙ্গুলের ছাপ নেওয়া হবে ২০ আগস্ট থেকে ৫ নভেম্বর পর্যন্ত। খসড়া তালিকা প্রকাশ হবে ২০১৮ সালের ২ জানুয়ারি। এরপর দাবি আপত্তি নিষ্পত্তির পর চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে ২০১৮ সালের ৩১ জানুয়ারি।

তিনি আরও জানান, যারা এরইমধ্যে ঠিকানা স্থানান্তর করেছেন তাদের নতুন ঠিকানায় ভোটার স্থানান্তরের জন্য নির্বাচনের কমিশনের নির্দিষ্ট ফরম -১২ পূরণ করতে হবে এবং যে এলাকায় ভোটার হতে চান সে এলাকায় থানা নির্বাচন অফিসে প্রয়োজনীয় কাগজপত্রসহ জমা দিতে হবে। সচিব আরও জানান, দেশে বর্তমান ভোটার সংখ্যা ১০ কেটি ১৮ লাখ ৪৩ হাজার ৬৬৭। এসময় ইসির জনসংযোগ পরিচালক এসএম আসাদুজ্জামান উপস্থিত ছিলেন।

সাম্প্রতিক