muhit-bঢাকা : ২০১৭-২০১৮ অর্থবছরের প্রস্তাবিত বাজেট আজ জাতীয় সংসদে পাস হয়েছে। এর আকার ৪ লাখ ২শ’ ৬৬ কোটি টাকা। একইসঙ্গে সংযুক্ত তহবিল থেকে ৫ লাখ ৩৫ হাজার ২১৪ কোটি ১৫ লাখ ৯২ হাজার টাকার নির্দিষ্টকরণ বিলও পাস হয়েছে। নির্দিষ্টকরণ বিল পাসের

মধ্য দিয়ে ২০১৭-১৮ অর্থবছরের জাতীয় বাজেট পাস হলো-যা আগামী ১ জুলাই থেকে কার্যকর হবে। স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সর্বসম্মতিক্রমে এ বিল পাস হয়। যদিও প্রস্তাবিত বাজেটের নির্দিষ্টকরণ বিলের বিষয়ে কয়েকটি ছাঁটাই প্রস্তাব আনেন সংসদ সদস্যরা যা কণ্ঠ ভোটে নাকচ হয়ে যায়। পরে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের প্রস্তাবে স্পিকার বিলটি পাসের জন্য ভোটে দিলে তা সর্বসম্মতক্রমে পাস হয়। এ সময় প্রধানমন্ত্রী ও সংসদনেত্রী শেখ হাসিনা ও বিরোধী দলীয় নেত্রী রওশন আরা এরশাদ উপস্থিত ছিলেন।

গত ১ জুন জাতীয় সংসদের বিদ্যুৎ, জ্বালানি ও মানবসম্পদ উন্নয়ন খাতকে গুরুত্ব দিয়ে ২০১৭-১৮ অর্থবছরের বাজেট প্রস্তাব করেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। এবারের বাজেটের আকার ৪ লাখ ২৬৬ কোটি টাকা। এ বছর বাজেটে জিডিপির প্রবৃদ্ধি ধরা হয়েছে ৭ দশমিক ৪ শতাংশ, এডিপির আকার ধরা হয়েছে এক লাখ ৫৩ হাজার কোটি টাকা, মূল্যস্ফীতি ধরা হয়েছে সাড়ে ৫ শতাংশ, বাজেট ঘাটতি ধরা হয়েছে এক লাখ ১২ হাজার কোটি টাকা। এ ঘাটতি মেটাতে ব্যাংক ব্যবস্থাপনা থেকে ঋণ, সঞ্চয়পত্র বিক্রি এবং বাকিটা বিদেশি সহায়তা নেওয়ার পরিকল্পনা নেওয়া হয়েছে।

বাজেটে ব্যাংক আমানতের ওপর আবগারি শুল্ক বাড়ানোর প্রস্তাব করা হলেও গত বুধবার প্রধানমন্ত্রীর পরামর্শে তা কমিয়ে অর্থবিল পাস করা হয়েছে। এছাড়া ব্যাপক আলোচিত নতুন ভ্যাট আইন ১ জুলাই থেকে কার্যকরের প্রস্তাব করা হলেও প্রধানমন্ত্রীর পরামর্শে তা কমপক্ষে দুই বছরের জন্য স্থগিত করা হয়েছে।

উচ্চ প্রবৃদ্ধি অর্জনে এবারের বাজেটে গুরুত্ব দেওয়া হয়েছে সরকারের অবকাঠামো উন্নয়ন, গ্যাস ও বিদ্যুৎ উৎপাদন লক্ষ্যমাত্রা অর্জন, শিক্ষা, স্বাস্থ্য এবং অন্যান্য সামাজিক ও মানবসম্পদ উন্নয়ন। এ বছর বাজেটে বেশি বরাদ্দ পাবে বিদ্যুৎ খাত। একইভাবে গুরুত্ব পাবে মানবসম্পদ খাত। উল্লেখযোগ্য বরাদ্দ রাখা হয়েছে পদ্মা সেতুসহ সরকারের মেগা প্রকল্প খাতে। তবে বাড়ানো হতে পারে ব্যক্তিখাতের করমুক্ত আয়সীমা।

অর্থ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, ২০১৭-১৮ অর্থবছরের বাজেট করা হয়েছে জিডিপির ১৭ শতাংশ হারে। বাজেটে ঘাটতি ধরা হয়েছে ৫ শতাংশ।

এর আগে রেওয়াজ অনুযায়ী সংসদে উপস্থাপনের আগে সংসদ ভবনের কেবিনেট কক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিতব্য মন্ত্রিপরিষদের বিশেষ সভায় ২০১৭-১৮ অর্থবছরের জন্য প্রস্তাবিত বাজেট অনুমোদন করা হয়।

সাম্প্রতিক