waysঢাকা : আগামীকাল সোমবার ঈদ। আর আজ শেষ মূহুর্তে ঘরে ছুটছে কর্মজীবিরা। সকাল থেকেই রেল, নৌ ও সড়ক পথে যাত্রীদের ঢল নামে। তবে, ভিড় থাকলেও ছিলনা ভোগান্তি।

রোববার সকাল থেকে দেশের বিভিন্ন রুটে রাজধানীর কমলাপুর থেকে ছেড়ে গেছে ২০টিরও বেশি ট্রেন। দু’একটি ট্রেন ছাড়তে কিছুটা বিলম্ব হলেও, সেটি সিডিউল বিপর্যয় নয় বলে দাবি স্টেশন কর্তৃপক্ষের।

তবে, ঈদ যাত্রার শেষ দিন হওয়ায়, যাত্রীচাপে নির্দিষ্ট আসনে বসতে গিয়ে নাকাল হতে হয়েছে রেলের টিকিটধারীদের। ভেতরে জায়গা না পেয়ে, অনেকেই ঝুঁকি নিয়ে ট্রেনের ছাদে চেপেই ঢাকা ছাড়ছেন।

এদিকে, সকাল থেকে কানায় কানায় পূর্ণ হয়ে সদর ঘাট ছেড়ে গেছে বেশিরভাগ লঞ্চ। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে যাত্রীচাপ বাড়লে লঞ্চ সংকট দেখা দেয় সদরঘাটে। কর্তৃপক্ষের দাবি- বিশেষ সার্ভিসের লঞ্চেই যেতে পারবেন দক্ষিণাঞ্চলের যাত্রীরা।

অন্যদিকে, এবার মহাসড়কে যানজট নিয়ন্ত্রণে থাকায়, ভোগান্তি ছাড়াই অনেকটা আয়েস করেই বাড়ি ফিরছেন সড়ক পথের যাত্রীরা। গাবতলী বাস টার্মিনালও ছিলো যাত্রীদের পদচারণায় মুখর।

সাম্প্রতিক