fhjhmj7আন্তর্জাতিক ডেস্ক: অস্ট্রেলিয়ায় তিন সন্তানকে হত্যার অভিযোগে অন্তত ২০ বছরের কারাদন্ড দেওয়া হয়েছে মা একোন গুওদেকে। গুওদের (৩৭) বিরুদ্ধে অভিযোগ, তিনি ইচ্ছে করে গাড়ি নিয়ে হ্রদে ঝাঁপ দেন।

২০১৫ সালে মেলবোর্নে এ ঘটনায় গুওদের এক বছর বয়সের শিশু বোল এবং চার বছরের যমজ হ্যাঙ্গার ও মাদিত পানিতে ডুবে মারা যায়। প্রত্যক্ষদর্শীরা গুওদে ও তার ছয় বছরের সন্তান আলুয়ালকে জীবিত উদ্ধার করতে সক্ষম হয়। গতকাল মঙ্গলবার ভিক্টোরিয়ার সুপ্রিম কোর্ট গুওদেকে হত্যা, শিশু হত্যা এবং হত্যা চেষ্টা অভিযোগে দোষী সাব্যস্ত করে ওই সাজা দেয়। তবে বিচারকদের একজন বলেন, গুওদে দোষী সাব্যস্ত হলেও কি কারণে তিনি এ অপরাধ করেছেন তা পরিষ্কার হওয়া যায়নি।

আদালতে সাক্ষ্য দেওয়া প্রত্যক্ষদর্শীদের একজন বলেন, “হ্রদের মধ্যে পড়ার পর গাড়ি ডুবে যাচ্ছিল আর শিশুগুলো পানিতে ভাসছিল। তারা সাঁতার জানতো না। শিশুদের পিতা জোসেপ মানইয়াং বলেন, গুওদে তার শিশুদের ‘খুবই ভালোবাসতেন’ এবং ‘কখনোই ইচ্ছে করে তাদের ক্ষতি করতে পারেন না’।

যদিও প্রধান সাক্ষী পুলিশকে বলেছেন, তিনি ঘটনার দিন গুওদকে নিজ মুখে শিশুদের হত্যা করার কথা বলতে শুনেছেন। বিবিসি জানায়, যুদ্ধ বিক্ষুব্ধ দক্ষিণ সুদানের নাগরিক গুওদে শরণার্থী হিসেবে অস্ট্রেলিয়ায় আসেন। সেখানে গুওদের চোখের সামনে তার স্বামীকে হত্যা করা হয়েছিল।

বিচারপতি লাসরি বলেন, গুওদেকে ‘খুবই ভয়ঙ্কর অভিজ্ঞতার’ মধ্য দিয়ে যেতে হয়েছে। তার মধ্যে আতঙ্কে ভোগা ও বিষন্নতার লক্ষণ রয়েছে। নিজ দেশ ছেড়ে আসার কারণে খুব সম্ভবত তিনি একাকিত্বেও ভোগেন। গুওদেকে ২৬ বছর ছয় মাসের কারাদন্ড দেওয়া হয়েছে। সেইসঙ্গে নন-প্যারোলে তার অন্তত ২০ বছরের শাস্তির কথাও বলা হয়েছে। সাজার মেয়াদ শেষ হওয়ার পর গুওদেকে দক্ষিণ সুদানে ফেরত পাঠানো হতে পারে।

সাম্প্রতিক