বেলাল ঢালী : গত ৭ মে (রবিবার) ম্যাস্কট পাবলিক স্কুল মিলনায়তনে “গুড মর্নিং বাংলাদেশ” এবছরে তাদের প্রথম আয়োজন করে।
বিগত ১৬ বছর ধরে সিডনীর বিভিন্ন এলাকায় “গুড মর্নিং বাংলাদেশ” সংগঠন ও তাদের নিবেদিত প্রাণ কর্মীরা নিরলস, নিস্বার্থ ভাবে ক্যান্সার কাউন্সিল অষ্ট্রেলিয়ার জন্য ফান্ড সংগ্রহ অব্যাহত রেখেছে। এ পর্যন্ত সংগঠনটি ১৫০ হাজার ডলার সংগ্রহ করে ক্যান্সার কাউন্সিলকে দান করেছে।
বিগেস্ট মর্নিং টি ক্যান্সার কাউন্সিল অষ্ট্রেলিয়ার বিগেস্ট ফান্ড রেইজিং ইভেন্ট। সকালের চা নাস্তার মাধ্যমে "গুড মর্নিং বাংলাদেশ” এই ফান্ড রেইজিং ইভেন্টের আয়োজন করে। এই ইভেন্টে যারা চা নাস্তা বিক্রি করে তারা সকলেই নিস্বার্থ ভাবে নিজের অর্থে চা নাস্তার জন্য প্রয়োজনীয় সামগ্রী কিনে নিয়ে এসে বিক্রি করেন। এই বিক্রয়লব্ধ অর্থের পুরোটাই ক্যান্সার কাউন্সিলকে দান করে।
বিগেস্ট মর্নিং টি'র আয়োজন সকালের চায়ের সাথে বাংলাদেশী ভাবীদের হাতের তেরী শীতের সুস্বাধু পিঠা সবচেয়ে জনপ্রিয় আয়োজন।
মাস্কটস্থ এই আয়োজনের অন্যতম আয়োজক ইঞ্জিনিয়ার আজাদ আলম জানান, এবার তাদের ম্যাস্কট ভ্যেনু থেকে বিক্রিত অর্থের পরিমান $৭৫০০ ডলার যা আগের বছরের চেয়ে অনেক বেশি।
গুড মর্নিং বাংলাদেশের মাধ্যমে ক্যান্সার কাউন্সিলকে সহযোগীতা করার জন্য প্রতিবছরের মতো এবারও এই অনুষ্ঠানে উপস্থিত হয়ে আয়োজকদের সাধুবাদ জানানোর পাশাপাশি বাঙ্গালী কমিউনিটির এই বিশেষ অবদানের জন্য কৃতজ্ঞতা জানান, অষ্ট্রেলিয়া ফেডারেল পার্লামেন্ট এমপি শ্যাডো সহকারী ট্রেজারারি মন্ত্রী ম্যাট থিস্টলেহোয়াইট, State MP of Hefron.Honorable Ron Honieg, State MP of Maroubra honourable Michael Daely and General Manager of Bay MsMeredith Wallace, Randwick Council Mayor Noel D suza and local councillors.
এছাড়াও বাংলাদেশী কমিউনিটির বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
"গুড মর্নিং বাংলাদেশে"র প্রধান আয়োজক মরহুম ডক্টর হকের প্রতি বিশেষ কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়ে মাস্কট ভ্যেনুর প্রধান আয়োজক আজাদ আলম অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।
আগামী সপ্তাহ থেকে নিন্মোক্ত স্থানে এই আয়োজন বসবে:
১৪ মে রবিবার।
সকাল ৯ঃ৩০ থেকে দুপুর ১২ঃ৩০
স্থান: ভিলেজ গ্রিন । ব্লাক টাউন কাউন্সিল বিল্ডিং এর পাশে।
ফ্লাশকম্ব রোড। ব্লাক টাউন।
মোবাইল , ০৪১৪৩৭২৪৮৫। আয়াজ চৌধুরী
২১ মে রবিবার।
সকাল ৯ঃ৩০ থেকে দুপুর ১২ টা।
স্থান: অস্ট্রেলিয়ান ন্যাশনাল স্পোর্টস ক্লাব। ৫৭১- ৫৭৭ ৫৭৭ পাঞ্ছবোল রোড।
প্যারি পার্ক, লেকেম্বা।
মোবাইল, ০৪১২৩৫৫৪৪৮। ফারুক হান্নান
< Prev | Next > |
---|