robindroনাইম আবদুল্লাহ: কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ১৫৬তম জন্মজয়ন্তী উপলক্ষে অস্ট্রেলিয়ায় বাঙালিদের রবীন্দ্র সাহিত্যচর্চার সাংস্কৃতিক সংগঠন আনন্দধারা এক সঙ্গীতানুষ্ঠানের আয়োজন করেছে।

গত ২৯ এপ্রিল (শনিবার) সন্ধ্যায় সিডনিস্থ গ্লেনফিল্ড কমিউনিটি সেন্টারে 'কি সুর বাজে আমার প্রাণে' শিরোনামে ওই সঙ্গীতানুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানের শুরুতে গান, নাচ, কবিতা ও রবীন্দ্রনাথের সাহিত্যকর্ম নিয়ে আলোচনা করা হয়।

রুমানা সিদ্দিক ও সাইফুর রহমান অপুর ধারা বর্ণনায় শারমিন জাহান পাপিয়া ও সুজন আশিক গান পরিবেশন করেন।

নৃত্য পরিবেশন করেন অর্পিতা সোম, হেনা, সামারা, সাঞ্জানা, মানহা, আরিয়ানা, সাজমা ও আফ্ররা।

কবিতা আবৃত্তি করেন রুমানা সিদ্দিক, সাইফুর রহমান অপু ও মলয় বিশ্বাস।

জোৎস্না রাতে সবাই গেছে বনে’, লুনিয়া সুমন ‘তবু মনে রেখো’, বিলু সিদ্দিকি ‘আজ আকাশের মনের কথা’, ঈশান সর্দার 'চাঁদের হাসি', আহসান হাবিব 'অমল ধবল পালে লেগেছে', পলাশ বসাক, 'তুমি সন্ধ্যার মেঘমালা', তাসফিয়া তাব্বাসসুম ‘আমার মুক্তি আলোয় আলোয় এই আকাশে’ ইত্যাদি গানগুলো পরিবেশন করেন।

গিটারে পলাশ বসাক, কীবোর্ডে সুজন আশিক ও নীলাদ্রি, তবলায় সাকিনা আক্তার ও শুভ এবং মন্দিরায় ছিলেন লোকমান হোসেন।

রতন কুণ্ড অনুষ্ঠানের শেষ অংশের ধারা বর্ণনা করেন।

সংগঠনের অন্যতম উদ্যোক্তা শারমিন পাপিয়া বলেন, "আনন্দধারা প্রবাসের নতুন প্রজন্মকে রবীন্দ্রনাথের সাথে আত্মিক বন্ধন সৃষ্টি ও তার সাহিত্য কর্মের সাথে পরিচয় করিয়ে দিতেই আমাদের এই আয়োজন।"

সাম্প্রতিক