ঢাকা : ২৩ জুলাই এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল ঘোষণা করা হবে। বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয়ের শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব রুহী রহমান বৃহস্পতিবার বিকেলে সাংবাদিকদের এ তথ্য জানান।
ওইদিন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বোর্ড চেয়ারম্যানদের সঙ্গে নিয়ে সকালে প্রধানমন্ত্রীর হাতে ফলের সারসংক্ষেপ তুলে দিবেন।
পরে সচিবালয়ে সংবাদ সম্মেলনে ফলাফলের বিভিন্ন দিক তুলে ধরবেন মন্ত্রী। শিক্ষামন্ত্রীর সংবাদ সম্মেলনের পর থেকে শিক্ষার্থীরা ফল জানতে পারবে।
গত ২ এপ্রিল এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়। দেশজুড়ে এবার ১১ লাখ ৮৩ হাজার ৬৮৬ পরীক্ষার্থী এ পরীক্ষায় অংশ নেয়। আটটি সাধারণ শিক্ষা বোর্ড, একটি মাদ্রাসা ও একটি কারিগরি বোর্ডের অধীনে এ পরীক্ষা হয়।
এবার আট হাজার ৮৬৪টি প্রতিষ্ঠানের পরীক্ষা দুই হাজার ৪৯৭টি কেন্দ্রের মাধ্যমে অনুষ্ঠিত হয়। বিদেশে সাতটি কেন্দ্রেও পরীক্ষা হয়।
< Prev | Next > |
---|