ঢাকা : রাজধানীর বনানীতে জন্মদিনের অনুষ্ঠানে গিয়ে ধর্ষণের শিকার অভিনেত্রীর শারীরিক পরীক্ষা সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ফরেনসিক বিভাগে তার শারীরিক পরীক্ষা হয়।
প্রসঙ্গত, মঙ্গলবার রাতে জন্মদিনের অনুষ্ঠানের নামে বাড়িতে নিয়ে ওই তরুণীকে ধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। এই ধর্ষকও একজন শিল্পপতির ছেলে।
এ ব্যাপারে বুধবার ধর্ষিতা ওই তরুণী বনানী থানায় মামলা করেছেন। এতে বাহাউদ্দিন ইভান (২৮) নামে যুবককে আসামি করা হয়েছে। তার বাবার নাম বোরহান উদ্দিন। বনানীতে এই ব্যবসায়ীর একটি বিপণিবিতান রয়েছে।
তবে আসামিকে এখনও গ্রেফতার করতে পারেনি পুলিশ। ধর্ষককে ধরতে অভিযান অব্যাহত রেখেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।
পুলিশ জানায়, মঙ্গলবার রাতে ইভান বনানী ২ নম্বর সড়কে নিজের বাসায় ডেকে নিয়ে পূর্বপরিচিত ওই তরুণীকে ধর্ষণ করে বলে মামলায় অভিযোগ করা হয়। অভিযোগকারী তরুণী একজন অভিনেত্রী।
এজাহারে বলা হয়, ইভান তার ওই বান্ধবীকে জন্মদিনের দাওয়াত দিয়ে নিজ বাসায় নিয়ে আসে। সে (ইভান) তার মায়ের সঙ্গেও পরিচয় করিয়ে দেয়ার কথা বলেছিল। কিন্তু ওই তরুণী সন্ধ্যার পর বাসায় এসে দেখে কেউ নেই। এরপর তাকে আটকে গভীর রাত পর্যন্ত ধর্ষণ করে এবং রাত ৩টার দিকে বাসা থেকে বের করে দেয়। ইভান মোবাইল ফোনটিও রেখে দেয় বলে ওই তরুণী এজাহারে দাবি করে।
ভোরে থানায় গিয়ে ঘটনাটি জানান ওই তরুণী। পরে স্বজনদের সঙ্গে পরামর্শের পর মামলা করেন। জানা গেছে, ইভান বিবাহিত এবং তার এক ছেলে ও এক মেয়ে আছে।
উল্লেখ্য, আপন জুয়েলার্সের মালিকের ছেলে সাফাত আহমেদের ঘটনার রেশ কাটতে না কাটতেই ফের পার্টিতে নিয়ে তরুণীকে ধর্ষণের ঘটনা ঘটলো।
< Prev | Next > |
---|