লালমনিরহাট : তিস্তা নদীর ভারতীয় অংশে নির্মিত গজলডোবা বাঁধের সবকটি গেট খুলে দেওয়ায় লালমনিরহাট জেলার ডালিয়া পয়েন্টে তিস্তার পানি মঙ্গলবার সকাল থেকে বিপদসীমার ১৮ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। অন্যদিকে ধরলার পানি কুলাঘাট পয়েন্টে বিপদসীমার ১৩ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে করে তিস্তা ও ধরলা নদীর তীরবর্তী ও চরাঞ্চলের ১৫টি ইউনিয়নের প্রায় ২০ হাজার পরিবার পানিবন্দি হয়ে পড়েছে।
ধরলার পানির তীব্র স্রোতে লালমনিরহাট সদর উপজেলার কুলাঘাট ইউপির শিবেরকুটি এলাকার পানি উন্নয়ন বোর্ড এর কোটি টাকা ব্যয়ে নির্মিত বাধটি ক্ষতিগ্রস্ত হয়েছে। এদিকে তিস্তার প্রবল পানির স্রোতে ভেসে গেছে হাতীবান্ধা উপজেলার ধুবনি এলাকার বাধ। তিস্তা ব্যারেজ কর্তৃপক্ষ ব্যারেজের ৪৪টি গেট খুলে দিয়ে পানি নিয়ন্ত্রণের চেষ্টা চালাচ্ছে। অন্যদিকে পানি বাড়ার সাথে সাথেই ধরলা ও তিস্তায় ভাঙন দেখা দিয়েছে।
জেলা ত্রাণ ও পুনর্বাসন দফতর জানায়, জেলার হাতীবান্ধা উপজেলায় ক্ষতিগ্রস্ত ১০ পরিবারের মাঝে ৪ মেট্রিক টন চাল, নগদ দুই লাখ টাকা ও শুকনো খাবারের প্যাকেট বিতরণ করা হচ্ছে। ক্ষতি নিরূপণ করা হচ্ছে। পরবর্তীতে প্রয়োজনীয় ত্রাণ সামগ্রী বিতরণ করা হবে বলে জেলা প্রশাসক জানান।
< Prev | Next > |
---|