sh88dfgjস্টাফ রিপোর্টার: নড়াইলে জন্মাষ্টমীর শোভাযাত্রায় যাওয়ার পথে বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে নসিমন আরোহী এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। আহত হয়েছেন অন্তত ১২ জন। গতকাল সোমবার বেলা ১২টার দিকে সদর উপজেলার দুর্বাঝুড়ি এলাকার নড়াইল-যশোর সড়কের এ দুর্ঘটনা ঘটে বলে নড়াইল সদর থানার এএসআই অহিদুর রহমান জানান। নিহত বেনেতা বিশ্বাস (৭৫) সদর উপজেলার আগদিয়ার চরের নিরোধ বিশ্বাসের স্ত্রী। আহত সবিতা (৩৫), পান্না (২৫), কণিকা (৩০), ছন্দা (২২), লতা রায় (৪০), সুনিতা গুপ্ত (৩৫), চন্দনা (২৩), বিউটি মল্লিক (৩৫) ও লিটনকে (২৫) নড়াইল সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বাকিদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। এএসআই অহিদুর রহমান বলেন, জন্মাষ্টমীর শোভাযাত্রায় অংশ নেওয়ার জন্য সদর উপজেলার তুলারামপুর থেকে একটি নসিমনে করে কয়েকজন নড়াইলের রূপগঞ্জের রামকৃ আশ্রমে যাচ্ছিল। পথে নড়াইল থেকে যশোরগামী একটি বাসের সঙ্গে সংঘর্স হলে নসিমনের যাত্রীরা আহত হন। তাদের উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করেন। দুর্ঘটনার পর বাসটি আটক করা হলেও চালক পালিয়ে গেছে বলে জানান তিনি।

সাম্প্রতিক