2017-08-17 bss-47 818046ঢাকা : পবিত্র ঈদ-উল-আজহা উপলক্ষে আগামীকাল শুক্রবার থেকে রেল ও দূরপাল্লার বাসের আগ্রীম টিকেট বিক্রি শুরু হচ্ছে।
রেলওয়ের অগ্রীম টিকেট ২২ আগস্ট পর্যন্ত রাজধানীর কমলাপুর রেলস্টেশন ও চট্টগ্রাম রেলস্টেশনের নির্ধারিত স্থানে বিশেষ ব্যবস্থাপনায় প্রতিদিন সকাল ৮টা থেকে দেয়া হবে।
অপরদিকে বিভিন্ন পরিবহনের দূরপাল্লার বাসের অগ্রীম টিকেট প্রতিদিন সকাল ৬টা থেকে পরিবহনগুলোর নিজ-নিজ টিকেট কাউন্টারের নির্ধারিত স্থানগুলোতে পাওয়া যাবে।
এছাড়াও ঈদুল-আজহার ৫ দিন পূর্বে আগামী ২৮ আগস্ট থেকে ঈদের আগের দিন পর্যন্ত সকল আন্তঃনগর ট্রেনের সাপ্তাহিক যাত্রাবিরতি বাতিল করা হয়েছে। এর পাশাপাশি আগামী ২৯ আগস্ট (মঙ্গলবার) থেকে ৭ জোড়া বিশেষ ট্রেন পরিচালনা করবে।

রেলপথ মন্ত্রী মুজিবুল হক আজ বৃহস্পতিবার রেলভবনে এক প্রেস ব্রিফিংয়ে এসব কথা জানান।
তিনি বলেন, আগামী ২৭ আগস্টের ট্রেনযাত্রীদের টিকেট আগামীকাল শুক্রবার, ২৮ আগস্টের যাত্রীদের টিকেট ১৯ আগস্ট, ২৯ আগস্টের যাত্রীদের ২০ আগস্ট, ৩০ আগস্টের যাত্রীদের ২১ আগস্ট এবং ৩১ আগস্টের ট্রেনযাত্রীদের অগ্রীম টিকেট ২২ আগস্ট বিক্রি করা হবে।
রেলপথ সচিব (ভারপ্রাপ্ত) মো: মোফাজ্জেল হোসেন ও রেলওয়ের মহাপরিচালক মো. আমজাদ হোসেন এ সময় উপস্থিত ছিলেন।

সাম্প্রতিক