স্টাফ রিপোর্টার: হবিগঞ্জে দাঁড়িয়ে থাকা একটি ট্রাককে ধাক্কা দেওয়ার পর এক কলেজছাত্রসহ দুই মাইক্রোবাস আরোহীর প্রাণ গেছে; আহত হয়েছে অন্তত পাঁচজন। গতকাল সোমবার দুপুর দেড়টার দিকে সদর উপজেলার অলিপুর এলাকার ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে বলে শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ওসি মোহাম্মদ জসিম উদ্দিন জানান। নিহতরা হলেন হবিগঞ্জের বানিয়াচং উপজেলার যাত্রাপাশা এলাকার আশিক মিয়ার ছেলে জসিম উদ্দিন এবং একই এলাকার লুতু মিয়ার ছেলে বানিয়াচং জনাব আলী ডিগ্রি কলেজের প্রথম বর্ষের ছাত্র আশিক মিয়া (২০)।
আহত দুলন মিয়া, বাচ্ছু মিয়া ও আবিদ আলীসহ বাকিদের হবিগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। ওসি মোহাম্মদ জসিম উদ্দিন বলেন, কাতার প্রবাসি দুলন মিয়াকে ঢাকার এয়ারপোর্ট থেকে আনতে তার আত্মীয়স্বজনরা একটি মাইক্রোবাস করে হবিগঞ্জ থেকে ঢাকায় যায়। দুলন মিয়াকে নিয়ে বাড়ি ফেরার পথে মাইক্রেবাসের চালক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় দাঁড়িয়ে থাকা একটি ইট বোঝাই ট্রাককে পেছন থেকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মাইক্রেবাসের দুই আরোহীর মৃত্যু হয়। খবর পেয়ে শায়েস্তাঞ্জ হাইওয়ে থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে হতাহতদের উদ্ধার করে বলে জানান তিনি। আহত আবিদ আলী বলেন, তাদের মাইক্রোবাসের চালক দ্রুত গতিতে চালাচ্ছিলেন বলেই দাঁড়িয়ে থাকা ট্রাকের সাথে সংঘর্ষ হয়েছে।
< Prev | Next > |
---|