ঢাকা : হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের আগুন নিয়ন্ত্রণে এসেছে।
অগ্নিকান্ডের ঘটনা তদন্তে ঢাকা বিভাগের ফায়ার সার্ভিসের উপ-পরিচালক (ডিডি) দেবাশীষ বর্ধনকে প্রধান করে তিন সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
ফায়ার সার্ভিসের কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার পলাশ চন্দ্র মোদক বাসসকে জানান,শুক্রবার দুপুর ১টা ৩৭ মিনিটের দিকে বিমানবন্দরের মূল ভবনের তৃতীয় তলায় অগ্নিকান্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে উত্তরা, কুর্মিটোলা, সদর দফতর ও টংঙ্গী ফায়ার স্টেশন থেকে ১০টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে বিকেল সাড়ে তিনটার আগুন নিয়ন্ত্রণে আনে।
দেবাশীষ বর্ধন জানান, কি কারণে আগুন লেগেছে তা তদন্ত সাপেক্ষে বলা যাবে। এই ঘটনায় এখনো কোন হতাহতের খবর পাওয়া যায়নি। ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন লাগার স্থান ও আশপাশে তল্লাশি করে দেখছেন।
এদিকে বাসস’র বিমানবন্দর সংবাদদাতা জানিয়েছেন, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের টার্মিনাল-১ এর তৃতীয় তলায় এয়ার ইন্ডিয়া অফিসের সামনে থেকে আগুনের সূত্রপাত হয়।
বাসস’র বিমানবন্দর সংবাদদাতা বেসামরিক বিমান কর্তৃপক্ষের উদ্ধৃতি দিয়ে জানায়, অগ্নিকান্ড নিয়ন্ত্রণে না আসা পর্যন্ত বর্হিগমন কার্যক্রম মন্থর ছিল।
< Prev | Next > |
---|