স্টাফ রিপোর্টার: হবিগঞ্জের বাহুবল উপজেলায় ট্রাক ও নসিমনের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। গতকাল বুধবার সকালে ঢাকা-সিলটে মহাসড়কে উপজেলার ডুবাঐ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন-মৌলভীবাজারের শমসেরনগর লকাইকান্দি গ্রামের হনি মিয়ার ছেলে নসিমনের চালক রফিকুল ইসলাম ও কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার সাকুয়া গ্রামের আশিক মিয়ার ছেলে হেলপার কামাল হোসেন। শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ওসি মো. জসিম উদ্দিন জানান, সকালে ঢাকা থেকে সিলেটগামী একটি ট্রাকের সঙ্গে শায়েস্তাগঞ্জগামী সব্জি বোঝাই একটি নসিমনের মুখোমুখি সংর্ঘষ হয়। এতে ঘটনাস্থলেই নসিমনের চালক এবং হেলাপারের মৃত্যু হয়।
Next > |
---|