egfgghrryস্টাফ রিপোর্টার: বাংলাদেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক বাড়লেও লেনদেন কমেছে। সপ্তাহের প্রথম দিন গতকাল রোববার প্রধান সূচক ডিএসইএক্স প্রায় ২০ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৯২১ দশমিক ৫৯ পয়েন্টে অবস্থান করছে। তবে লেনদেন আগের দিনের বেশ কমেছে। সঙ্গে কমেছে বেশিরভাগ শেয়ারের দর।

বাজার বিশ্লেষণে দেখা যায়, পুঁজিবাজারে তালিকাভুক্ত ৩০টি ব্যাংকের মধ্যে দুই বাজারেই সবগুলোর দাম বেড়েছে। লেনদেনের শীর্ষে থাকা ২০টি কোম্পানির মধ্যে ১৩টিই দখল করে আছে ব্যাংকের শেয়ার। গতকাল রোববার ডিএসইতে ৭৭৭ কোটি ৯১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা আগের দিনের তুলনায় ১৮৪ কোটি ১ লাখ টাকা কম।
গত সপ্তাহের শেষ দিন বৃহস্পতিবার এই বাজারে ৯৬১ কোটি ৯২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল। লেনদেনে অংশ নেয় ৩২৯টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ১০২টির, কমেছে ১৯৭টির এবং অপরিবর্তিত রয়েছে ৩০টির দর।

ডিএসইএস বা শরীয়াহ সূচক ৩ পয়েন্ট কমে দাঁড়িয়েছে এক হাজার ৩১১ পয়েন্টে। ডিএস৩০ সূচক দশমিক ৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে দুই হাজার ১২৬ পয়েন্টে।
অন্যদিকে সিএসইতে ১৩৬ কোটি ৮৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। সিএসই সার্বিক সূচক সিএএসপিআই ৭৪ দশমিক ৫১ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৮ হাজার ৩৮২ দশমিক ৫০ পয়েন্টে।
লেনদেন হয়েছে ২৪২টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ৬৮টির, কমেছে ১৫১টির এবং অপরিবর্তিত রয়েছে ২৩টির দর।

সাম্প্রতিক