স্টাফ রিপোর্টার: ফ্লাইওভার নির্মাণ কাজ ও রাস্তা খোড়াখুড়ির কারণে পানি নিষ্কাশন ব্যবস্থা ভেঙে পড়ায় রাজধানীর বিভিন্ন এলাকায় বৃষ্টির পানি জমে জলাবদ্ধতার সৃষ্টি হয়।
বুধবার সকাল থেকে মৌচাক ফ্লাইওভারের নির্মাণকাজের জন্য যাত্রাবাড়ী, মালিবাগ মোড়, শান্তিবাগ, শাহজাহানপুর, সবুজবাগ বৌদ্ধ মন্দির, রাজারবাগ পুলিশ লাইনের সামনের রাস্তায় ব্যাপক জলাবদ্ধতার সৃষ্টি হয়। সড়কে জলাবদ্ধতার ফলে চরম ভোগান্তি পড়েন স্থানীয়রা। জমে থাকা পানির কারণে গাড়ি চলাচলে মারাত্মক বিঘ্ন ঘটে। পথচারীরাও পড়েন চরম বিপাকে। রাস্তার পাশের ব্যবসায়ীরাও ব্যবসায়িক ক্ষতির মুখে পড়েন।
স্থানীয়রা জানান, রাস্তা খোড়াখুড়ির কারণে পানি জমছে বেশি। কোথাও কোথায় ম্যানহোলের ঢাকনা নেই ফলে বিপাকে পড়েছেন মানুষ। রাজারবাগ পুলিশলাইনের সামনে রাস্তার পাশে স্টেশনারি দোকানদার সুমন জানান, ফ্লাইওভার নির্মাণে দেরির কারণে সামান্য বৃষ্টি হলেই পানি জমে যায় রাস্তায়।
তিনি বলেন, মূল রাস্তার পানি পাড়ার গলির রাস্তাতেও জমে যাচ্ছে। রিক্সা নিয়ে ঢুকতে গিয়ে সমস্যায় পড়ছেন এলাকাবাসী। এছাড়া মিরপুরের বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা দেখা যায়। সকালে গাবতলী এলাকায় দেখা যায় রাস্তায় খানখন্দে পানি জমে যানজটের সৃষ্টি হয়েছে।
রাজধানী ফেরত মানুষকে সকালে বাস থেকে নেমে বৃষ্টির মধ্যে চরম বিপাকে পড়তে হয়েছে। সড়কগুলোতে বৃষ্টিতে জমে থাকা পানির জন্য রাজধানী বাসীর চলাচলে চরম সমস্যা হচ্ছে। দীর্ঘ সময় যানজটেরও সৃষ্টি হয় বিভিন্ন এলাকায়।
< Prev | Next > |
---|