সিডনি : গত ৩০শে এপ্রিল ২০১৭ (রবিবার) অষ্ট্রেলিয়ায় প্রবাসী বাংলাদেশীদের সংগঠন ইসলামিক প্রাকটিস এন্ড দাওয়াহ সার্কেল, আইপিডিসি’র উদ্যোগে আইপিডিসি ট্যালেন্ট এওয়ার্ড ২০১৭ অনুষ্ঠিত হয়। ব্যাংকসটাউনের ব্রায়ান ব্রাউন থিয়েটার হলে আয়োজিত এ অনুষ্ঠানে এইচএসসি এবং বিভিন্ন ক্লাশের নাপলান পরীক্ষায় ভালো ফলাফল করা শতাধিক ছাত্রছাত্রীকে আইপিডিসির পক্ষ থেকে সম্মাননা দেয়া হয়। ক্রেষ্ট এবং সার্টিফিকেট প্রদান, অতিথিদের বক্তব্য এবং সাংস্কৃতিক উপস্থাপনার সংমিশ্রণে এক উপস্থিত দর্শক এবং অভিভাবকবৃন্দ এক মনোরম সন্ধ্যা উপভোগ করেন।
বিকেল সাড়ে চারটায় অনুষ্ঠান শুরু হয় শায়খ ইয়াসের কতৃক পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে। এরপর স্বাগত বক্তব্য রাখেন আইপিডিসির নিউ সাউথ ওয়েলস সভাপতি জনাব আবদুল গণি চৌধুরী। অনুষ্ঠানে এইচএসসি, ইয়ার নাইন, ইয়ার সেভেন, ইয়ার ফাইভ এবং ইয়ার থ্রিতে নাপলান পরীক্ষায় ভালো ফলাফল করা কৃতি ছাত্রছাত্রীদেরকে ক্রেষ্ট এবং সার্টিফিকেট প্রদান করা হয়। কৃতি ছাত্রছাত্রীদের মাঝে পদক বিতরণ করেন সিডনী ইউনিভার্সিটির এসোসিয়েট প্রফেসর ড. ফজলুল হক, ওয়েস্টার্ণ সিডনী ইউনিভার্সিটির এসোসিয়েট প্রফেসর ড. আতাউর রহমান, ইউনাইটেড মুসলিম একাডেমীর প্রেসিডেন্ট শায়খ সাদী আল সুলাইমান, আল রিসালাহ কলেজের প্রিন্সিপাল মিস ষ্টায়ার, আল নুরী মুসলিম স্কুলের প্রিন্সিপাল আলী কাক প্রমুখ।
অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণীর ছাত্রছাত্রীদেরকে পদক দেয়ার মাঝে মাঝেই শিশু কিশোররা নাশিদ এবং নাটিকা পরিবেশন করে। শুভেচ্ছা বক্তব্যে উপস্থিত অতিথিরা এধরণের মহতী আয়োজনের জন্য আইপিডিসিকে ধন্যবাদ জানান, এবং ভবিষ্যতে অধ্যবসায়ের মাধ্যমে ভালো ফলাফলের ধারা বজায় রেখে সমাজ ও রাষ্ট্রের জন্য মূল্যবান অবদান রাখার মতো যোগ্য নাগরিক হয়ে উঠার জন্য ছাত্রছাত্রীদেরকে উৎসাহিত করেন। তাদের বক্তব্যে একজন ভালো মুসলিম হওয়ার মাধ্যমে শিক্ষা, পরিবার, কর্ম সকল ক্ষেত্রে ইতিবাচক অবদান রাখার বিষয়টি বারংবার ফুটে উঠে। আইপিডিসি’র কেন্দ্রীয় সভাপতি এবং চার্লস স্টার্ট ইউনিভার্সিটির শিক্ষক ড. রফিকুল ইসলামের সমাপনী বক্তব্য এবং ধন্যবাদ জ্ঞাপনের মধ্য দিয়ে শেষ হয় আইপিডিসি ট্যালেন্ট এওয়ার্ড ২০১৭ এর অনুষ্ঠানমালা।
< Prev | Next > |
---|