নাইম আবদুল্লাহ : গত ২১ মে (রোববার) সিডনির ওয়াইলি পার্কস্থ গ্রামীণ রেস্টুরেন্টে সিডনি প্রেস আ্যান্ড মিডিয়া কাউন্সিল তাদের অভিষেক পরবর্তী মত বিনিময় সভার আয়োজন করে।
সিডনি প্রেস আ্যান্ড মিডিয়া কাউন্সিলের সভাপতি ডঃ এনামুল হকের সভাপতিত্বে ও সিনিয়র সহ সভাপতি আবদুল্লাহ ইউসুফ শামিমের সঞ্চালনায় এই অনুষ্ঠানে সিডনি প্রবাসী রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও সুশীল সমাজের শীর্ষ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সিডনি প্রেস আ্যান্ড মিডিয়া কাউন্সিলের সাধারণ সম্পাদক মোহাম্মেদ আব্দুল মতিনের স্বাগত বক্তব্যের পর মত বিনিময় সভায় সুশীল সমাজের পক্ষ থেকে বক্তব্য রাখেন আওয়ামীলীগ অস্ট্রেলিয়ার সভাপতি বিশিষ্ট আইনজীবি সিরাজুল হক, মুক্তিযোদ্ধা কমান্ড অস্ট্রেলিয়ার সভাপতি বীর মুক্তিযোদ্ধা হেলাল উদ্দিন, আওয়ামীলীগ অস্ট্রেলিয়ার সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আলী শিকদার, বঙ্গবন্ধু পরিষদ সিডনি, অস্ট্রেলিয়ার সাধারণ সম্পাদক গাউসুল আজম শাহজাদা, হাজীর বিরিয়ানি ল্যাকাম্বা রেস্টুরেন্ট ও ফাংশন সেন্টারের সত্ত্বাধিকারী মঞ্জুরুল আলম ভুলু,
বাংলাদেশ এসোসিয়েশন অব অস্ট্রেলিয়ার সাবেক ক্রীড়া সম্পাদক কাজী নজরুল ইসলাম, দৈনিক মিল্লাত এর সাবেক বার্তা সম্পাদক ইসমাইল দেওয়ান সহ কমিউনিটির বিশিষ্ট নেতৃবৃন্দ।
বক্তারা তাদের সুচিন্তিত মতামত ব্যক্ত করে বলেন, সমাজে খুব কম সংখ্যক মানুষ আছেন যারা দলমত বা কোন বিশ্বাসের উর্ধ্বে। তাই বাংলাদেশী কমিউনিটিতে সংবাদপত্রগুলোর অধিকাংশই সাংবাদিকতার ক্ষেত্রে রাজনৈতিক পক্ষপাতিত্ব বা সংলগ্নতা সুষ্পষ্ট কিংবা প্রচ্ছন্ন।
তারা আরও বলেন, এই কিছুদিন পুর্বেও সিডনিতে হাতে লিখে, টাইপ করে সংবাদপত্র প্রকাশনা, ম্যাগাজিন ও সাহিত্য প্রকাশনার মাধ্যমে যে আন্দোলনের শুরু হয়েছিল তা আজ ব্যাপক আকার ধারণ করেছে। কিন্তু বাস্তবে সংবাদপত্র প্রকাশনার ক্ষেত্রে শ্রদ্ধা ও মূল্যবোধ ধরে রাখা যায়নি।
বক্তারা এর পেছনে কারণ গুলোর মধ্যে ব্যাবসায়িক দৃষ্টি ভঙ্গি, রাজনীতি, অপরিপক্ক সাংবাদিকতা, বাংলা ভাষার উপর অদক্ষতাকে দায়ী করেন।
সবশেষে সংবাদ মাধ্যমকে সঠিক পথে পরিচালিত করতে এবং সঠিক মান বজায় রাখতে লেখক, অভিজ্ঞ সাংবাদিক, সম্পাদক ও বিশ্লেষকদের ছাড়া কোন বিকল্প নেই বলে তারা মত প্রকাশ করেন।
সিডনি প্রেস আ্যান্ড মিডিয়া কাউন্সিলের পক্ষে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন, আকিদুল ইসলাম, মোহাম্মদ রেজাউল হক, শিবলি আবদুল্লাহ, রাশেদ শ্রাবণ, আবদুল আউয়াল খান, ফজলে রাব্বি, মিজানুর রহমান সুমন, আসিফ ইকবাল, মো: তাজুল ইসলাম, সায়মন সরোয়ার, আসিফুল ইসলাম রিসাব, মোহাম্মদ
গোলাম মোস্তফা প্রমুখ।
সবশেষে কাউন্সিলের সভাপতি উপস্থিত সবাইকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে মধ্যাহ্ন ভোজের আমন্ত্রন জানান। উল্লেখ্য, সিডনি প্রেস আ্যান্ড মিডিয়া কাউন্সিলের সম্মানে 'গ্রামীণ রেস্টুরেন্টের পক্ষ থেকে সৌজন্যমূলক মধ্যাহ্ন ভোজের ব্যবস্থা করা হয়।
< Prev | Next > |
---|