প্রেস বিজ্ঞপ্তি
গত ১৫ই মে বিধা বিভক্ত অস্ট্রেলিয়া বিএনপিকে শক্তিশালি করার লক্ষে নবীন ও প্রবীণদের সমন্বয়য়ে সিডনির বনফুল রেঁস্তোরর অডিটরিয়ামে বাংলাদেশ জাতিয়তাবাদী দল অস্ট্রেলিয়ার নুতন কমিটি গঠিত হয়েছে ।
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রক্তন বিপ্লবী ছাত্র নেতা ও অস্ট্রেলিয়া বি এন পি'র আহবায়ক এবং জিয়া পরিষদ অস্ট্রেলিয়ার বর্তমান প্রেসিডেন্ট রুহুল আহমেদ এর সভাপতিত্বে সকলের সর্বসম্মতিতে জিয়া পরিষদ অস্ট্রেলিয়ার সাবেক সভাপতি এবং বিএনপির নেতা প্রফেসর ড: হুমায়ুর চৌধুরী রানাকে আহ্বায়ক ও জাতীয়াতাবাদী ছাত্রদল কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য মোঃ হায়দার আলীকে সদস্য সচিব করে ৫১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে।
সভায় উপস্থিত সকলেই মনে করে, যেহেতু বিগত দিনে বিভিন্ন মতবিরোধ ও বিভেদের ফলে অস্ট্রেলিয়া বিএনপিতে যে স্থবিরতা সৃষ্টি হয়েছে, তার একটা সুন্দর সমাধানের মহত উদ্দেশ্যকে সামনে রেখে প্রবীন, নবীন এবং বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, যুবদল, জিয়া-পরিষদ সেচ্ছাসেবক দল সহ আরও বিভিন্ন অঙ্গ সংগঠনের সৎ ও একনিষ্ঠ বর্তমান এবং প্রাক্তন অভিজ্ঞ নেতা কর্মীদের সমন্বয়ে গঠিত এই কমিটি দলের মধ্যে প্রানের সঞ্চার করবে।
বক্তারা আরও আশা করে যে, এই কমিটি দেশনেত্রী খালেদা জিয়া ও তারুন্যের অহংকার জনাব তারেক রহমানের প্রতিশ্রুত গণতন্ত্র দেশে ফিরিয়ে আনতে আন্দোলনের ডাকের সাথে একাত্ম থাকবেন এবং অস্ট্রেলিয়ায় বিএনপি'র মুল ধারার রাজনীতির সাথে সার্বক্ষণিক যোগাযোগ রক্ষা করে বিদেশের মাঠিতে দেশ ও দলের ভাবমূর্তিকে আর উজ্জ্বল করতে সচেষ্ট হবেন।
সভায় উপস্থিত ছিলেন বি এন পি অস্ট্রেলিয়ার সাবেক সাধারণ সম্পাদক (প্রতিষ্ঠাতা ) ফারুক আহমেদ খান, জিয়া পরিষদের সাবেক সভাপতি এবং বি এন পি'র নেতা প্রফেসর ডঃ হুমায়ের চৌধুরী রানা, বি এন পি'র নেতা মেজর (অবঃ) মারুফুল হক, খুলনা ইন্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয়ের প্রক্তন ভি পি ও অস্ট্রেলিয়া বি এন পি'র সদস্য সচিব সোহেল মাহমুদ ইকবাল, ছাত্রদল কেন্দ্রীয় কমিটির সাবেক সিনিয়র সহ-সভাপতি এবং অস্ট্রেলিয়া বি এন পি'র সাবেক সদস্য সচিব জাকির আলম লেলিন, বাংলাদেশ যুবদলের নেতা ও বি এন পি অস্ট্রেলিয়ার প্রক্তন সদস্য সচিব সৈয়দ আশরাফুল আলম রনি, নোয়াখালি জেলা কলেজের প্রক্তন ভিপি জিয়া পরিষদ অস্ট্রেলিয়ার বর্তমান সিনিয়র সহ-সভাপতি এবং যুবদল অস্ট্রেলিয়ার বর্তমান সভাপতি আব্দুল মালেক মানিক, তাওহিদুল ইসলাম, ইলিয়াস কাঞ্চন শাহীন, মো: হায়দার আলী, টি এ নিনাদ,ফরিদ মিয়া, সাইফুল ইসলাম, রাকিবুল আলম মিয়া, প্রকৌশলী জাহাঙ্গির আলম, সৈয়দ তানবীর আলম রিয়াজ, এম আই চৌধুরী ছোটন, মিহী চৌধুরী, ইয়াসিন আরাফাত অপু, ফয়জুর চৌধুরী, তাফতুন নাইম, দেলোয়ার হোসেন, নিতু প্রমুখ।
< Prev | Next > |
---|