bn17আউয়াল খান: বছর ঘুরে আবারো অনুষ্ঠিত যাচ্ছে সিডনি প্রবাসী বাংলাদেশিদের বহুল প্রতীক্ষিত অন্যতম জনপ্রিয় অনুষ্ঠান “বাংলাদেশ নাইট।" প্রতিবছরই এই অনুষ্ঠানে থকে নতুন নতুন চমক। তারই ধারাবাহিকতায় বাংলাদেশ নাইট ২০১৭ সামনে রেখে ইভেন্টির আয়োজক সংগঠন লিসেন ফর’র এবারের আয়োজনের কলেবর ও পরিকল্পনার ব্যাপকতা, বিগত বছরগুলোকে ছাড়িয়ে যাবার ইঙ্গিত দিচ্ছে।

লিসেন ফর এর সূত্রে জানা যায়,আগামী ৪ নভেম্বর ২০১৭ লিভারপুল এর উহিটলাম সেন্টারে আযোজিত হতে যাচ্ছে এবারের বাংলাদেশ নাইট। ২৫০০ আসন বিশিষ্ট এই সেন্টারে বাংলাদেশী কোনো অনুষ্ঠান এবারই প্রথম আযোজিত হতে যাচ্ছে। বলিউডের বিভিন্ন নামকরা শিল্পীদের অনুষ্ঠানের জন্য এই ভেন্যুটি বেশ বিখ্যাত।

এছাড়া এবারের আযোজনেক সফল এবং আরো বেশি দর্শকদর কাছে পৌঁছে দেবার জন্য লিসেন ফর বেশ কিছু অভিনব ও ব্যাতিক্রমী প্রচারণা কার্যক্রম গ্রহন করেছে। এর মধ্যে অন্যতম হচ্ছে লটারির মাধ্যমে ” বাংলাদেশ নাইট ২০১৭” অনুষ্ঠানে ৫০ জন ভাগ্যবান বিজয়ী কে ২ টি করে ১০০ টি ফ্রি টিকেট দেওয়া হবে। আর এই লটারিতে অংশগ্রহণ করার জন্য শুধু দর্শকদের কে নাম, টেলিফোন এবং ইমেইল এড্রেস রেজিস্টার করতে হবে।

এই কার্যক্রমটির উদ্বোধন এবং কোন কোন শিল্পী এবারের বাংলাদেশ নাইট ২০১৭ অংশগ্রহণ করছেন, সেই সব রহস্যের উন্মোচন করা হবে আগামী ১৩ই মে ২০১৭ বাঙালির প্রাণের মেলা, বৈশাখী মেলা প্রাঙ্গন ANZ স্টেডিয়াম এর বাংলাদেশ নাইট এর স্টলে। শুধুমাত্র ফ্রি টিকেট নয় রেজিস্টার করা প্রত্যেক গ্রাহকই পাবেন বাংলাদশ নাইট ২০১৭ এর ” এক্সক্লুসিভ মেম্বারশিপ”। যেখানে মেম্বার রা পরবর্তী তে বাংলাদেশ নাইট এর টিকেট কাটার সময় ডিসকাউন্ট ছাড়াও আরো অনেক সুবিধা পাবেন। লিসেন ফর এর পক্ষ থেকে সকলকে বৈশাখী মেলায় এবং তাদের স্টলে আসার আমন্ত্রণ জানানো হয়েছে।

প্রসঙ্গত, লিসেন ফর আযোজিত বাংলাদেশ নাইট থেকে প্রাপ্ত অর্থ কিছু দাতব্য কার্যক্রম পরিচালিত হয়। এর ধারাবাহিকতায় একটি স্কুল এর উন্নয়নের জন্য গত বছর লিসেন ফর বাংলাদেশ নাইট ২০১৬ এর আয়কৃত অর্থ হতে নলুয়া আলহাজ আব্দুল মালেক নিম্ন মাধ্যমিক বিদ্যালয়কে এক লক্ষ বিষ হাজার টাকা প্রদান করছে। বিদ্যালয়টির প্রতিষ্ঠাতা আব্দুল মালেক লিসেন ফর এর সদস্য মঈদুল ইসলাম খান শুভ র কাছ থেকে গত বছর এই চেক টি গ্রহণ করেন।

সাম্প্রতিক