অার্ন্তজাতিক ডেস্ক : ১২০ জন আরোহী নিয়ে নিখোঁজ মিয়ানমারের সামরিক বিমানটির ধ্বংসাবশেষ এবং আরোহীদের দেহাবশেষ আন্দামান সাগরে পাওয়া গেছে৷ নৌবাহিনীর একটি জাহাজ ও জেলেরা সাগরে কয়েকটি মৃতদেহ ও বিমানের ধ্বংসাবশেষ খুঁজে পান৷
মিয়ানমারের এক সেনা কর্মকর্তা জানান, বৃহস্পতিবার সকালে এক জেলে দক্ষিণ উপকূলের লাউংলন থেকে ৩৫ কিলোমিটার দূরে সাগরের মধ্যে সাতটি মৃতদেহ খুঁজে পান৷ স্থানীয় কর্তৃপক্ষকে খবর দেন তিনি৷ পরে নৌবাহিনী এসে আরও তিনটি মৃতদেহ খুঁজে পায়৷ সেই সাথে দুটি লাইফ জ্যাকেট, বিমানের চাকা ও অন্যান্য কিছু ধ্বংসাবশেষ খুঁজে পান তারা৷ মৃতদেহগুলোর মধ্যে রয়েছে ৫ নারী, চার শিশু ও একজন পুরুষ৷ চীনের তৈরি ওয়াই-৮ টার্বোপ্রপ বিমানটি সেনাসদস্য ও তাদের পরিবারের সদস্যসহ ১০৬ জন আরোহী ও ১৪ জন ক্রু নিয়ে বুধবার দুপুরে দক্ষিণের উপকূলীয় শহর মাইয়েক থেকে রাজধানী ইয়াঙ্গুনের উদ্দেশ্যে যাত্রা করেছিল৷
ওড়ার প্রায় আধা ঘণ্টা পর দাভেই শহরের ৭০ কিলোমিটার পশ্চিমে আন্দামান সাগরের উপর থাকা অবস্থায় নিয়ন্ত্রণ কক্ষের সঙ্গে বিমানটির যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়৷ সেই সময় বৃষ্টিপাত হচ্ছিল, তবে তা তেমন প্রবল ছিল না৷ মাইয়েক বিমানবন্দরের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ জানিয়েছিল, ওড়ার সময় আবহাওয়া ভালো ও আকাশ পরিষ্কার ছিল৷ যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার পরপরই অনুসন্ধানে নামে মিয়ানমারের সামরিক বাহিনী ও বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ৷ নৌবাহিনীর ৯টি জাহাজ, ৫টি সেনা হেলিকপ্টার, তিনটি বেসামরিক হেলিকপ্টার এবং স্থানীয় জেলেরা অনুসন্ধান চালিয়ে যাচ্ছে৷ আরোহীদের মধ্যে ১৫ জন শিশু ছিল৷ মিয়ানমারের সেনাবাহিনীর দেয়া তথ্য অনুযায়ী, গত বছরের মার্চে বিমানটি সেনাবাহিনীতে যুক্ত হয়৷ - ডিডাব্লিউ
< Prev | Next > |
---|