fghgf5fjস্টাফ রিপোর্টার: শরীয়তপুর সদর উপজেলায় রাতে টর্চের আলো চোখে পড়ার ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে এক ফল বিক্রেতার মৃত্যু হয়েছে। পালং মডেল থানার ওসি মো. খলিলুর রহমান জানান, মঙ্গলবার রাত ১২টার দিকে আড়িগাঁও বাজার এলাকার বাসিন্দা ফল বিক্রেতা শাহিন মাদবরের (২৮) মৃত্যু হয়। নিহত শাহিনের চাচাত ভাই আকতার মাদবর বলেন, মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে তিনি আড়িগাঁও বাজার থেকে বাড়ি ফিরছিলেন।

পথে আমার টর্চলাইটের আলো স্থানীয় জামাল বেপারীর চোখে ওপর পড়ে। এ নিয়ে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে দুই পক্ষের আত্মীয়স্বজন এলে ধাওয়া-পাল্টা-ধাওয়া ও ইটপাটকেল ছোড়াছুড়ি হয়। এ সময় ইটের আঘাতে শাহিন আহত হন জানিয়ে আকতার বলেন, তাকে শরীয়তপুর সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় আরও কয়েকজন আহত হলে তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। নিহত শাহিনের স্ত্রী শাহিনুর বেগম হত্যার বিচার দাবি করেছেন। এ বিষয়ে ওসি রহমান বলেন, সংঘর্ষেই তার মৃত্যু হয়েছে কিনা তা নিশ্চিত হওয়া যায়নি। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। লাশ ময়নাতদন্তের জন্য শরীয়তপুর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

সাম্প্রতিক