স্টাফ রিপোর্টার: দেশে বিভিন্ন মন্ত্রণালয়ের শূন্যপদের সংখ্যা তিন লাখ ২৮ হাজার ৩১১ টি। শূন্যপদ পূরণ চলমান প্রক্রিয়া। মন্ত্রণালয় ও বিভাগের চাহিদার প্রেক্ষিতে কর্ম কমিশনের মাধ্যমে প্রথম ও দ্বিতীয় শ্রেণির (৮ ম-১২ তম গ্রেড) শূন্যপদে নিয়োগ দেওয়া হয়ে থাকে। এ ছাড়া ১৩-২০ তম গ্রেডে (তৃতীয় ও চতুর্থ শ্রেণি) নিজ নিজ মন্ত্রণালয় ও বিভাগ জনবল নিয়োগ দিয়ে থাকে। গতকাল মঙ্গলবার জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে সরকার দলের সংসদ সদস্য মাহফুজুর রহমানের প্রশ্নের জবাবে জনপ্রশাসনমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম এ কথা জানান।
তরিকত ফেডারেশনের এম এ আউয়ালের প্রশ্নের জবাবে জনপ্রশাসন মন্ত্রী জানান, জনপ্রশাসনে চুক্তিভিত্তিক নিয়োগকৃত কর্মকর্তার সংখ্যা ২৬৫ জন। মন্ত্রী আরও জানান, বর্তমানে দেশে সরকারি কর্মকর্তা ও কর্মচারীর সংখ্যা ১৩ লাখ ৮২ হাজার ৩৯৩ জন। এর মধ্যে প্রথম-নবম গ্রেড পর্যন্ত প্রথম শ্রেণির পদে ১ লাখ ৪৮ হাজার ৮১৯ টি।
মন্ত্রীর দেওয়া তথ্য অনুযায়ী প্রথম শ্রেণির কর্মকর্তাদের মধ্যে প্রথম গ্রেডে ৩৩৫ জন, দ্বিতীয় গ্রেডে ২ হাজার ৩২৪ জন, তৃতীয় গ্রেডে ৪ হাজার ৬৭৭ জন, চতুর্থ গ্রেডে ৮ হাজার ১৩৪ জন, পঞ্চম গ্রেডে ১৫ হাজার ৭৯৪ জন, ষষ্ঠ গ্রেডে ৩৩ হাজার ৪১১ জন, সপ্তম গ্রেডে ৫ হাজার ৪৯৪ জন, অষ্টম গ্রেডে ৪ হাজার ৬৭৩ জন ও নবম গ্রেডে ৭৩ হাজার ৮৭৬ জন। এ ছাড়া ১০১ জন রয়েছে ফিক্সড বেতনে।
< Prev | Next > |
---|