আন্তর্জাতিক : কলকাতায় প্রায় দুই হাজার মানুষকে গরুর দুধ পান করিয়েছে বিজেপির গরু উন্নয়ন সেল। পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী, গত শনিবার কলকাতায় বিজেপির রাজ্য সদর দপ্তরের সামনে আয়োজিত মেলায় মানুষকে এই দুগ্ধ পান করানো হয়। গরু-রক্ষা ও গরুর দুধের উপকারিতা সম্পর্কে মানুষকে আরও সচেতন করতে এই দুধ মেলার আয়োজন করা হয়েছিল। পথ-চলতি লোকজনকে গরুর দুধ খাওয়ানো হচ্ছে। ছবি: ভাস্কর মুখার্জি।
দুধ মেলাকে কেন্দ্র করে কলকাতার চিত্তরঞ্জন অ্যাভিনিউর বিজেপি রাজ্য সদর দপ্তরের সামনে রীতিমতো মঞ্চ তৈরি করা হয়। সেখান থেকে পথ-চলতি মানুষকে গ্লাসে করে খাওয়ানো হয় গরুর দুধ। দুধ পান করানোর কাজ করেন বিজেপির নেতা-কর্মীরা। বিজেপির গরু উন্নয়ন সেলের রাজ্য সভাপতি সুব্রত গুপ্ত বলেন, শনিবার দুপুর থেকে এই দুধ খাওয়ানো হয়। সঙ্গে দুধের পুষ্টি ও খাদ্যগুণ সম্পর্কে লোকজনকে অবহিত করা হয়। পথ-চলতি লোকজনকে গরুর দুধ খাওয়ানো হচ্ছে। ছবি: ভাস্কর মুখার্জি। লোকজনকে বলা হয়, শিশু থেকে বৃদ্ধÑসব বয়সের মানুষ দুধ পান করলে তাদের শরীর ও স্বাস্থ্যের উন্নতি হয়। বিজেপির এক নেতা বলেছেন, আগামি দিনে তাঁরা মদের দোকানের সামনে দুধ খাওয়ানোর ব্যবস্থা করবেন।
< Prev | Next > |
---|