আন্তর্জাতিক : লন্ডন হামলায় জড়িতদের হাতে, গোলাপি রঙ করা ছুরি ছিল; দাবি করেছে সেখানকার মেট্রোপলিট্রন পুলিশ। তাদের দাবি, সন্দেহভাজন হামলাকারীরা সেফ হাউস হিসেবে ব্যবহারের জন্য পূর্ব লন্ডনের ওই বাড়ি ভাড়া করেছিলেন। শুক্রবার পূর্ব লন্ডনের পৃথক দুই এলাকা থেকে দুই সন্দেহভাজনকে গ্রেফতার করে পুলিশ। তাদের আবাসস্থলে হামলা চালিয়ে বেশকিছু গুরুত্বপূর্ণ সরঞ্জাম উদ্ধার করে। ৮ জুন নির্বাচনকে সামনে রেখে ব্যাপক নির্বাচনি প্রচারণার মধ্যেই স্থানীয় সময় ৩ জুন (শনিবার) মধ্যরাতে লন্ডন ব্রিজ ও বোরো মার্কেটে হামলা হয়। লন্ডন ব্রিজে পথচারীদের উপর গাড়ি তুলে দিয়ে এবং পার্শ্ববর্তী বোরো মার্কেটে ছুরি দিয়ে ওই হামলা চালানো হয়। হামলায় ৮ জন নিহত এবং প্রায় অর্ধশত মানুষ আহত হয়। আর পুলিশের গুলিতে তিন হামলাকারী নিহত হয়।
পুলিশের দাবি, হামলাকারীদের কব্জিতে গোলাপি রঙের ১২ ইঞ্জি সিরামিকের ছুরি বাধা ছিল। হামলায় ব্যবহারের জন্য একটি সাড়ে সাত টন ভরবাহী লরি ভাড়া করার পরিকল্পনা ছিল বলেও দাবি তাদের। এরইমধ্যে হামলাকারীদের পরিচয় প্রকাশ করা হয়েছে। মধ্যপ্রাচ্যভিত্তিক জঙ্গি সংগঠন আইএস-এর পক্ষ থেকে হামলার দায়ও স্বীকার করা হয়েছে। তদন্তকারীদের মতে, ট্রাক ভাড়া করতে পারলে নিহতের সংখ্যা আরো অনেক বেশি হতো। এক সংবাদ সম্মেলনে হেইডন বলেন, ‘সাড়ে সাত টনি একটি লরি তাদের হাতে থাকলে এর ফলাফল আরো ভয়াবহ হতে পারতো। পুলিশ জানিয়েছে, সেই বাড়িতে অভিযান চালিয়ে কোরআন থেকে ফটোকপিকৃত জিহাদের বিবরণ পেয়েছেন তারা। পেট্রোল বোমা বানানোর সরঞ্জাম, প্লাস্টিকের বোতল, ভুয়া সুইসাইড বেল্টসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করেন তারা।
< Prev | Next > |
---|