আন্তর্জাতিক : স্ত্রী মেলানিয়া ট্রাম্পকে সঙ্গী করে ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউসে ওঠার প্রত্যাশায় থাকলেও এতোদিন তা হয়ে ওঠেনি। বাধা ছিল ছেলের পড়াশোনা। ব্যারনের স্কুল পরিবর্তনের জটিলতার কথা চিন্তা করে মেলানিয়া তখন স্বামীর সঙ্গী হননি। মার্কিন সংবাদমাধ্যম সিএনএন জানিয়েছে, স্কুল পরিবর্তনজনিত সেই সমস্যার সমাধান হয়েছে। এ মাসেই হোয়াইট হাউসের স্থায়ী বাসিন্দা হতে যাচ্ছেন মেলানিয়া ট্রাম্প। নিউ ইয়র্ক নাকি ওয়াশিংটন কিংবা হোয়াইট হাউস নাকি ট্রৃাম্প টাওয়ার? কোথায় থাকবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের স্ত্রী মেলানিয়া? ট্রাম্প প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর এই নিয়ে সরব ছিল মার্কিন মিডিয়া। মেলানিয়া আর ব্যারন কবে থেকে হোয়াইট হাউসের বাসিন্দা হবেন, একপর্যায়ে সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে ট্রাম্প সে সময় বলেছিলেন, ‘যতো দ্রুত সম্ভব। তার স্কুলের বছরটা শেষ হলেই’।
এবার সেই কথা বাস্তব হচ্ছে। তবে মেলানিয়া কবে থেকে ট্রাম্পের সঙ্গী হচ্ছেন সে দিনক্ষণ এখনো চূড়ান্ত হয়নি। মেলানিয়ার যোগাযোগ কর্মকর্তা স্টেফেনি গ্রিসহাম বলেছেন, ‘জুনে তিনি হোয়াইট হাউসে ওঠার পরিকল্পনা করেছেন, তবে চূড়ান্ত দিন-তারিখ এখনো ঠিক হয়নি। আগামী ১৪ জুন ডোনাল্ড ট্রাম্পের ৭১তম জন্মদিন। মেলানিয়া হোয়াইট হাউসের স্থায়ী বাসিন্দা হওয়ার জন্য সেই দিনটি বেছে নিতে পারেন বলে মনে করা হচ্ছে। কর্মকর্তা স্টিফেন রোচন জানিয়েছেন, মেলানিয়া আর তার সন্তানের হোয়াইট হাউসে আসার ব্যাপারটা অবশ্যই সুচারুরূপে সম্পন্ন করা হবে। মেলানিয়া ট্রাম্প ও তার সন্তানের জন্য বরাদ্দ কক্ষগুলো সুন্দর করে সাজানোরও কথা রয়েছে।
< Prev | Next > |
---|