xchbv5rbভারতের জম্মু ও কাশ্মির রাজ্যের নিয়ন্ত্রণ রেখা অতিক্রম করে অনুপ্রবেশের চেষ্টকালে ১৩ ‘সন্ত্রাসীকে’ হত্যা করা হয়েছে বলে জানিয়েছে ভারতীয় সেনাবাহিনী।
বৃহস্পতিবার থেকে গত রোববার পর্যন্ত রাজ্যটির মাচিল, নৌগাম, উরি ও গুরেজ সেক্টরে অনুপ্রবেশের বেশ কয়েকটি উদ্যোগ উদঘাটন করার কথা জানিয়েছে তারা। বৃহস্পতিবার থেকে নিয়ন্ত্রণ রেখা বরাবর অনুপ্রবেশের চেষ্টা নাটকীয়ভাবে বৃদ্ধি পেয়েছে বলেও দাবি করেছে ভারতীয় বাহিনী।

এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, সাধারণত হিমালয় পর্বতমালার সুউচ্চ গিরিপথগুলোর তুষার গলার পর অনুপ্রবেশের চেষ্টা বৃদ্ধি পায়। চলতি বছর জম্মু ও কাশ্মিরের নিয়ন্ত্রণ রেখা বরাবর গুলিবর্ষণ করে পাকিস্তান অনুপ্রবেশকারীদের ভারত-নিয়ন্ত্রিত কাশ্মিরে প্রবেশের সুযোগ করে দেওয়ার চেষ্টা করছে।
রোববার গুরেজ সেক্টরে এক অনুপ্রবেশকারী ভারতীয় বাহিনীর গুলিতে নিহত হয়েছে। শুক্রবার উরি সেক্টরে ব্যাপক অস্ত্রে সজ্জিত আরো পাঁচ অনুপ্রবেশকারী নিহত হয়েছে। বৃহস্পতিবার নৌগাম সেক্টরে তিন অনুপ্রবেশকারী নিহত হয়েছে।

নৌগামে অনুপ্রবেশকারীদের সঙ্গে বন্দুক লড়াইয়ে এক ভারতীয় সৈন্যও নিহত হয়েছে।
ভারতীয় সেনাবাহিনী অনুপ্রবেশের চেষ্টাকালে ১৩ ‘সন্ত্রাসীকে’ হত্যার কথা জানালেও অপর চারজন কবে, কোথায় নিহত হয়েছে প্রকাশিত প্রতিবেদনে তা বলা হয়নি।
এসব অনুপ্রবেশের চেষ্টাকালে নিয়ন্ত্রণ রেখার অপরদিক থেকে পাকিস্তানি সেনাবাহিনী ব্যাপক গুলিবর্ষণ করেছে বলে অভিযোগ ভারতীয় সেনাবাহিনীর।

সাম্প্রতিক