আন্তর্জাতিক ডেস্ক : ফিলিপাইনের মিন্দানাও এলাকায় ৮৯ জন সন্দেহভাজন বিদেশি আইএসপন্থী জঙ্গি অবস্থান করছে বলে জানিয়েছে দেশটির সংবাদমাধ্যম ম্যানিলা টাইমস। এর মধ্যে তিনজন বাংলাদেশি নাগরিক বলে ওই খবরে দাবি করা হয়েছে।
ফিলিপাইনের নিরাপত্তা বাহিনীর তথ্যমতে, সন্দেহভাজন ৮৯ জন বিদেশি যোদ্ধা মারাওয়ি শহরসহ মিন্দানাওয়ের বিভিন্ন এলাকায় যুদ্ধে অংশ নিচ্ছেন।
জঙ্গি সদস্যরা ইন্দোনেশিয়া বা মালয়েশিয়ার সীমান্ত হয়ে ফিলিপাইনে প্রবেশ করেছেন বলে ধারণা করছে সে দেশের নিরাপত্তা বাহিনী।
৮৯ জন সন্দেহভাজন বিদেশি যোদ্ধার মধ্যে ২৮ জন ইন্দোনেশিয়ার, ২৬ জন পাকিস্তানের, ২১ জন মালয়েশিয়ার, ৪ জন আরবের, ৩ জন বাংলাদেশের, একজন ভারতের এবং একজন সিঙ্গাপুরের নাগরিক। বাকি পাঁচজনের পরিচয় এখনও জানা যায়নি।
< Prev | Next > |
---|